ad
ad

Breaking News

Kantara Success

‘কান্তারা চ্যাপ্টার ১’এর স্পেশাল স্ক্রিনিংয়ে বিশাল ভিড় কলকাতায়

উল্লেখ্য, 'কান্তারা চ্যাপ্টার ১' ছবিটির সাথে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত 'সানি সংস্কারি কি তুলসী কুমারী'।

kantara-chapter-1-box-office-success-100-crore

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: পুজোর মরশুমে একাধিক ছবি মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন বহু সিনেমাপ্রেমীরা। তার মধ্যে সবচেয়ে বেশি সকলের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি মন জয় করেছে ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই একেবারে ছক্কা হাকিয়েছে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পৌঁছে গিয়েছিল ১০০ কোটির ক্লাবে। এর মাঝেই কলকাতায় হয় ছবির স্পেশাল স্ক্রিনিং এবং তাতে ভিড় ছিল দেখার মতো।(Kantara Success) 

কলকাতায় ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে আসা দর্শকরা এর বেশ প্রশংসা করেছেন। প্রশংসা হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও। যদিও ছবি মুক্তির অনেক আগে থেকেই আগ্রহ তুঙ্গে ছিল সিনেমাপ্রেমীদের। সেটারই প্রতিফলন ঘটে চলেছে গত কয়েকদিন। ৩ দিনেই ছবির বক্স অফিস কালেকশন চরম। ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন যে শীঘ্রই ছবিটি বহু রেকর্ড ভেঙে ফেলবে। জানা যাচ্ছে, ছবিতে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের দক্ষিণ-পশ্চিম রাজ্য কর্ণাটকের অত্যন্ত প্রাচীন সংস্কৃতি।(Kantara Success) 

উল্লেখ্য, ‘কান্তারা চ্যাপ্টার ১’ ছবিটির সাথে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। তবে ‘কান্তারা চ্যাপ্টার ১’এর তুলনায় ছবিটি তেমন দাগ কাটতে সফল হয়নি। বলা ভালো, রীতিমতো ধুঁকছে। যদিও ‘কান্তারা চ্যাপ্টার ১’এর ঝড়ের মধ্যেও টিকে রয়েছে ‘জলি এলএলবি ৩’। তারাও ১০০ কোটির ক্লাবের প্রবেশ করে ফেলেছে এবং এখনও পর্যন্ত দর্শকদের মনে বেশ ভালই প্রভাব পড়েছে ছবিটির। এক্ষেত্রে দেখার যে শেষ পর্যন্ত কার আয় বেশি হয় – ‘কান্তারা চ্যাপ্টার ১’ নাকি ‘জলি এলএলবি ৩’। তবে যেই গতিতে ঋষভ শেট্টির দৌড়াচ্ছে, তাতে মনে করা হচ্ছে যে তাঁর ছবিই শেষমেষ রাজত্ব করবে।(Kantara Success)