ad
ad

Breaking News

কাবুলিওয়ালা

ফের বড় পর্দায় কাবুলিওয়ালা, এবার বড় পর্দায় মিঠুন আসছেন রবি ঠাকুরের গল্পের চরিত্রে

Bangla Jago TV Desk : মানব ধর্মের চাইতে বড় আর কোনো ধর্মই নয়। প্রমান করেছে কাবুলিওয়ালা।  আমাদের ভিতর উঁকি দিলেই দেখা যায় কাবুলিওআলা কে আমরা সকলেই ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘কাবুলিওয়ালা’ গল্পের কথা উঠলেই বাঙালি আচ্ছন্ন হয় একরাশ নস্টালজিয়া মাখামাখি মুগ্ধতায়৷ মিনি আর কাবুলিওয়ালা রহমতের অসমবয়সী আশ্চর্য বন্ধুত্ব বইয়ের পাতার বাইরেও মুগ্ধ করেছে বাঙালিকে। হয়ে […]

Bangla Jago TV Desk : মানব ধর্মের চাইতে বড় আর কোনো ধর্মই নয়। প্রমান করেছে কাবুলিওয়ালা।  আমাদের ভিতর উঁকি দিলেই দেখা যায় কাবুলিওআলা কে আমরা সকলেই ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘কাবুলিওয়ালা’ গল্পের কথা উঠলেই বাঙালি আচ্ছন্ন হয় একরাশ নস্টালজিয়া মাখামাখি মুগ্ধতায়৷ মিনি আর কাবুলিওয়ালা রহমতের অসমবয়সী আশ্চর্য বন্ধুত্ব বইয়ের পাতার বাইরেও মুগ্ধ করেছে বাঙালিকে। হয়ে উঠেছে বাবা-মেয়ের ভালোবাসার চিরন্তনী আখ্যান।

বড় পর্দায় এর আগে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করেছেন কিংবদন্তি ছবি বিশ্বাস। আরও একবার রুপোলী পর্দায় আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অসামান্য গল্প। আগামী ক্রিসমাসে রিলিজ করবে সুমন ঘোষের ‘কাবুলিওয়ালা’। তার আগে রিলিজ হল ছবির ট্রেলার। কাবুলিওয়ালা রহমত আর মিনির বন্ধুত্ব।এক অসমবয়সী আশ্চর্য বন্ধুত্ব। আরও একবার বাঙ্গালির আবেগকে উস্কে দিয়ে আসছে বড় পর্দায়। সত্যি তো বন্ধুত্ত কোনোদিন বয়স দেখেনি, দেখেনি জাত পাত ধর্ম,শুধু মনের টান আর ভালবাসা। এই তো বন্ধুত্ত।

সুমনের পরিচালনায় মিনির মা স্নেহলতার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে৷ আর মিঠুন তো আছেনই কেন্দ্রীয় চরিত্রে। এসভিএফ এন্টারটেনমেন্ট প্রযোজিত, জিও স্টুডিওজ এবং ও এসভিএফ এন্টারটেনমেন্টের নিবেদিত ‘কাবুলিওয়ালা’ ঘিরে রিলিজের আগেই রীতিমতো আলোচনা চলছে। হবে নাই বা কেন! এই গল্প যে বাঙালির বেড়ে ওঠার সঙ্গী।

 

FREE ACCESS