চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : টলিপাড়ায় একের পর এক যৌন হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আসছে। তবে এবার অরিন্দম শীল নয়! এবার যৌন হেনস্তার অভিযোগে নাম জড়াল জয় জিৎ বন্দ্যোপাধ্যায়ের। এর আগে এক উক্তি অভিনেত্রী তার বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। এবার এক মডেল অভিনেতার বিরুদ্ধে সরব হয়েছেন। এই ঘটনায় রীতিমত তোলপাড় টলিপাড়া।
[ আরও পড়ুন : রোগীর স্বার্থে কাজে ফিরুন,আন্দোলনরত চিকিৎসকরা ]
এর আগে অভিনেত্রী অভিযোগ করেছিলেন অভিনেতা জয়জিৎ নাকি মেসেজের মাধ্যমে অভিনেত্রীর ‘সাইজ’ জানতে চেয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জয়জিৎ নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মেসেজ বক্সের স্ক্রিনশট শেয়ার করেছিলেন। শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছিল অভিনেত্রী তাকে ‘হ্যালো’ লিখে পাঠিয়েছেন। তবে এরপর আর কোন কথোপকথন ওই ছবির মধ্যে ছিল না।
[ আরও পড়ুন : বিদেশের মাটিতে বিস্ফোরক রাহুল গান্ধী ]
তবে মডেলের অভিযোগ, জয়জিৎ নাকি তিন বছর আগে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করেছিলেন। যোগাযোগের পর অভিনেতা বাংলা ছবিতে সুযোগ পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন। এরপর যখন ধীরে ধীরে তাদের কথোপকথন বাড়তে থাকে তখন থেকেই নাকি অভিনেতার কথোপকথনের ধরন বদলাতে থাকে। অভিনেতা নাকি সরাসরি শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে ‘কম্প্রোমাইজ’ করতে বলেছিলেন। আর তাদের এই কথোপকথনের একটি স্ক্রিনশট মডেল নাকি সংবাদমাধ্যমকেও পাঠিয়েছিলেন।
পরে এই ঘটনার বিষয়ে অভিনেতা স্ত্রীকে জানানো হলে তিনি পাল্টা মডেলকে প্রশ্ন করে বলেন, কেন এতদিন তিনি চুপ করে ছিলেন? কোন অভিযোগ থাকলে আগে কেন বলেননি? উত্তরে মডেল জানান, এই সমস্ত ঘটনায় এখনো মেয়েদের চেয়ে বেশি বলে মনে করা হয় তাই তিনি এতদিন চুপ ছিলেন। কিন্তু এবার তিনি অন্যায়ের বিচার চান।