সংগৃহীত
Bangla Jago Desk: রাত পোহালে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। তাদের এই বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল বিয়ে টাউনের অধিকাংশ তারকাদের। তাদের এই বিয়ের প্রাক্কালেই অ্যান্টেলিয়ায় বুধবার অনন্ত রাধিকার মঙ্গলকামনের জন্য শিব পুজোর আয়োজন করা হয়েছিল। এই দিন এক ছাদের তলায় হাজির হয়েছিল নবীন প্রবীণ মিলিয়ে প্রায় গোটা বি টাউন। বুধবার এই অনুষ্ঠানে অমিত ত্রিবেদীর কন্ঠে ‘নমো নমো’ গানটিতে জমে উঠেছিল ভক্তির আসর। যদিও বা বর্তমানে গোটা দেশের নজর রয়েছে। এই মেঘা বাজেটের বিয়ের দিকে। পাশাপাশি কটাক্ষও চর্চার শেষ নেই এই বিয়ে নিয়ে। আর এবার সেই কটাক্ষের শিকার হল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে।
[ আরও পড়ুন: ‘Reh Jaa’: ‘মন ভাঙলেও থেকে যায় প্রেম’! আবেগের বহিঃপ্রকাশ আয়ুষ্মানের ‘রেহ জা’ গানে]
বুধবার অ্যান্টেলিয়ার শিব পুজোয় তার প্রেমিক শিখর পাহাড়িয়ার হাত ধরে হাজির হয়েছিল জাহ্নবী। এদিনের অনুষ্ঠানের জন্য ট্রাডিশনাল লুকে দেখায় গিয়েছে শ্রীদেবী কন্যাকে। যেদিন তিনি পড়েছিলেন ডিজাইনার অনামিকা খান্নার মাল্টিকালার এমব্রয়ডারি লেহেঙ্গা। জাহ্নবির গোটা পোশাকে ছিল মিরর ওয়ার্ক। তার সাথে সে পড়েছিল মানানসই গয়না। এদিন রেড কার্পেটে জাহ্নবী কাপুরের এই লুকটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার ছিল। তবে কিছু নেটিজেনেরা তার এই লোক নিয়ে আপত্তি জানায় পাশাপাশি তাকে কটাক্ষ করতেও পিছপা হয় না। বেশ কিছু নেটিজেন জানান, ‘সিনেমার পর্দার থেকেও তো আপনাকে বেশি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়।’
View this post on Instagram
তবে একাংশ আবার জাহ্নবীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। কেউ বা আবার অভিনেত্রীর প্রেমিক শিখরের দায়িত্বজ্ঞান দেখেও প্রশংসায় ভরিয়ে দিলেন। এছাড়াও বুধবার আম্বানি শিব শক্তি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলন,সঞ্জয় দত্ত, রণবীর সিং, অনন্যা পাণ্ডে, সস্ত্রীক অ্যাটলি কুমার, সানায়া কাপুর, মানুষী চিল্লার, কৈলাস খের, মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষী। এসেছিলেন রাজকুমার হিরানিও। অনুষ্ঠান শেষে পাপারাজ্জিদেরজন্য প্রসাদও পাঠালেন মা নীতা আম্বানি। এদিন নারায়ণ সেবাও দেন আম্বানিরা। তবে রাত পোহালে শুভ লগ্নে চার হাত এক হবে অনন্ত ও রাধিকার। সেখানে এখন দেখার বিষয়, তাদের এই বিয়েতে কোন কোন বলে তারকারা উপস্থিত থাকেন।