ad
ad

Breaking News

Jacqueline

Jacqueline: বিপাকে জ্যাকলিন, আর্থিক তছরূপ মামলায় এখনই রেহাই নয়, নির্দেশ দিল্লি হাইকোর্টের

সম্প্রতি সুকেশের মামলা থেকে মুক্তির জন্য জামিনের আবেদন করেছিলেন তিনি।

Jacqueline Bail Plea Rejected in Sukesh 200 Crore Scam

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তাঁর সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। বিগত কয়েক বছর ধরে এই মামলায় আটকে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি সুকেশের মামলা থেকে মুক্তির জন্য জামিনের আবেদন করেছিলেন তিনি। দিল্লি হাই কোর্টের বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চে ওই মামলা দায়ের হয়। তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেয় আদালত। ইডি আদালতে পেশ করা হলফনামায় জানিয়েছে যে, অভিনেত্রী সুকেশের থেকে ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকার শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা তাঁর ভাই ও বোনের, সেখানেও ১,৭২৯১৩ মার্কিন ডলার ২৬,৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল। এমনকি জ্যাকলিনের বিরুদ্ধে প্রমাণ লুকোনোর অভিযোগও উঠেছে (Jacqueline)।

আরও পড়ুনঃ Rajanya: রাজন্যার বিকৃত ছবি কসবা-কাণ্ডের অভিযুক্তের মোবাইলে! কেন চুপ ছিলেন বহিস্কৃত তৃণমূল নেত্রী

ইডির তদন্তে আসা তথ্য অনুযায়ী, জ্যাকলিন জেনে বুঝেই সুকেশের অপরাধের টাকা ব্যবহার করেছেন। এমনকী, সুকেশ গ্রেপ্তার হওয়ার পর জ্যাকলিন নিজের ফোন থেকে সমস্ত তথ্য মুছে ফেলেছিলেন। স্বাভাবিকভাবেই এই অভিযোগের পর বেশ বিপাকেই পড়লেন জ্যাকলিন। যদিও আগেই আদালতে সুকেশ আগেই দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন। কিন্তু শেষ রক্ষা আর হল না। উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে ছিলেন জ্যাকলিন। সর্ম্পকে থাকাকালীন একাধিক উপহার পেয়েছেন অভিনেত্রী প্রেমিকের কাছ থেকে। কখনও ঘোড়া, কখনও পারস্যের বিড়াল, কখনও প্রমোদতরী তো কখনও পশুদের চিকিৎসার জন্য হাসপাতাল কখনো আবার গোটা একটা আঙুর বাগান। এখন দেখার শেষমেশ ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি মামলা থেকে রেহাই পান কিনা অভিনেত্রী (Jacqueline)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/