ad
ad

Breaking News

Imon Chakroborty

Imon Chakraborty: ‘তাপমাত্রা বাড়ছে দেশের ‘ – পাহাড়ে ঘুরতে গিয়ে এমন পোষ্ট কেন করলেন ইমন

মঙ্গলবার সকাল থেকে, গোটা বঙ্গের চোখ ছিল ভোটের ফল প্রকাশের দিকে। তবে মুখ্যমন্ত্রী কিংবা অভিষেক ব্যানার্জি সমীক্ষার রিপোর্ট উড়িয়ে দিয়ে বাংলার উপরই আস্থা রেখেছিলেন।

Iman chakraborty keeps eye on lok sabha polls result from darjeeling

সংগৃহীত

Bangla Jago Desk: মঙ্গলবার সকাল থেকে, গোটা বঙ্গের চোখ ছিল ভোটের ফল প্রকাশের দিকে। তবে মুখ্যমন্ত্রী কিংবা অভিষেক ব্যানার্জি সমীক্ষার রিপোর্ট উড়িয়ে দিয়ে বাংলার উপরই আস্থা রেখেছিলেন। তবে ওই দিকে গোটা দেশকে বিরোধীশূন্য ভাবা গেরুয়া শিবির কিছুটা হলেও কম পেয়েছে । তবে এবার জয়ের শেষ হাসি কে হাসবে সেইটা দেখতে যথারীতি মরিয়া হয়ে উঠেছিল গোটা বঙ্গ।

[ আরও পড়ুন: Heeramandi 2: চূড়ান্ত সাফল্যের পর আবারও ফিরছে ‘ হীরামন্ডি’, আতিশয্যে ছাড়িয়ে যাবে আগের সিজনকে]

ভোটের রেজাল্ট দেখতে ব্যতিক্রম হয়নি ইমন চক্রবর্তীও। সম্প্রতি , উত্তরবঙ্গে  বেড়াতে গিয়েছেন ইমন চক্রবর্তী ও তার স্বামী নীলাঞ্জন ঘোষ। পাহাড় থেকে কিছু ছবি শেয়ার করেছেন গায়িকা। আর সেই ছবিতে তিনি লিখেছেন তাপমাত্রা বাড়ছে দেশে । তাই আমি কিছুটা ঠাণ্ডার ছবি দিলাম। তার এই ক্যাপশনে দেখে বোঝাই যাচ্ছে যে তিনি ভোটের আবহাওয়ার কথা বলতে চেয়েছেন। ইমন চক্রবর্তী জানিয়েছেন , পাহাড়ে সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না । তাই যেইটুকু পারছি ভোটের ফলের দিকে নজর  রাখছি।

ইমন আরও জানান, দেশের ফলাফলের মত গুরুত্বপূর্ণ বিষয়, তাই সেই বিষয়ে নজর তো থাকবেই । তিনি বলেন, পাহাড়ে ঘুরতে গিয়ে উপলব্ধি করেছেন যে পাহাড়ের মানুষদের ভোট নিয়ে অতটাও মাথাব্যথা নেই।  উল্লেখ্য, কলেজে পড়ার সময় রাজনীতি করতেন ইমন। গায়িকা জানান, রাজনৈতিক বিষয়ে তিনি সচেতন থাকলেও সেই খান থেকে তিনি নিজেকে দূরে রেখেছে। সূত্রের খবর ,  মঙ্গলবার রাতেই কোলকাতাতে ফিরছেন তারা ।