চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বলিউড তারকাদের প্রেম বরাবরই টক অফ দ্যা টাউন। আর সেটা যদি হয় সইফ পুত্র ইব্রাহিম আলি খান আর শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারি তাহলে তো আর কোনো কথাই নেই। ইব্রাহিম-পলক যে প্রেম করছেন তার গুঞ্জন আগে থেকেই ছিল।
প্রায় সময় মুম্বইয়ে বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত যা ক্যামেরাবন্দি ও করতেন পাপারাজ্জিরা। তবে নিজেদের এই প্রেম কখনো স্বীকার করেননি কেউই। তবে এবার নিজেদের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইব্রাহিম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ইব্রাহিম বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। শুধু এইটুকুই।’
যদিও পলকও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইব্রাহিম শুধুই তাঁর বন্ধু। তাঁরা একে অন্যকে বন্ধু হিসেবেই জানেন। যদিও তাদের সোশ্যাল মিডিয়া কিন্তু অন্য কথা বলে। এখন দেখার কবে এই লাভ বার্ডস নিজেদের সর্ম্পকে সিলমোহর দেয়।
উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। একবার একসঙ্গে পার্টি থেকে ফেরার সময় পলক পাপারাৎজ়িদের কাছ থেকে মুখ লুকানোরও চেষ্টা করেছিলেন। যদিও প্রায় সময় মুম্বইয়ে বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত যা ক্যামেরাবন্দি ও করেন পাপারাজ্জিরা। দুজনে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন ইব্রাহিম-পলক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একে একে দুই করেছেন নেটিজেনরা।
ইব্রাহিম-পলক দুজনেই মালদ্বীপের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু একসঙ্গে কোনো ছবি দেননি। কিন্তু তাতে কি? দুজনের ছবির জায়গা, ব্যাক গ্রাউন্ড সবই এক। মুখে কিছু না বললেও তারা যে প্রেম করছেন সেই জল্পনা বারবার জিইয়ে রেখেছেন বলিউডের এই লাভ বার্ডস। প্রসঙ্গত, বর্তমানে নিজেদের ক্যারিয়ার নিয়েও যথেষ্ট ব্যস্ত ইব্রাহিম-পলক।
ইতিমধ্যেই সলমন খানের হাত ধরে সদ্য বলিউডে পা দিয়েছেন পলক। এছাড়াও বিভিন্ন মিউজিক আলবামেও দেখা গিয়েছে পলকে। সামনেই আসছে পলকের আগামী ছবি ‘ভূতনি’। এখন ছবির প্রচার নিয়েই ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে, চলতি বছরেই বলিউডে ডেবিউ করেছেন ইব্রাহিম। সম্প্রতি মুক্তি পেয়েছে ইব্রাহিম অভিনীত ছবি ‘নাদানিয়া’। যদিও বক্স অফিসে তেমন সফল হয়নি সিনেমাটি।