গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে মাল্টি স্টারার ছবি ‘হাউজফুল ৫’ (Box Office)। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন অভিনীত এই ছবি নিয়ে প্রথম থেকেই প্রত্যাশা ছিল সকলের। এমনিতেই প্রথম থেকে ‘হাউজফুল ৫’ এর দুটি এন্ডিং নিয়ে উত্তেজনা ছিল। আর প্রত্যাশা মতোই মুক্তির পর থেকেই নতুন রেকর্ড করে চলেছিল এই ছবি। ৬ই জুন মুক্তি পেয়েছে ‘হাউজফুল ৫’। আর মুক্তির মাত্র ৪ দিনেই বক্স অফিসে (Box Office) কার্যত ঝড় তুলেছে এই ছবি। মুক্তির কয়েকদিনের মধ্যেই বিশ্বব্যাপি ১৫০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ‘হাউসফুল ৫’।
View this post on Instagram
রিপোর্ট অনুযায়ী, ‘হাউসফুল ৫’ ছবিটি চতুর্থ দিনেই দেশীয় বক্স অফিসে (Box Office) ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। আর বিশ্বব্যাপী ‘হাউসফুল ৫’ আয় করেছে ১৪২.৩৫ কোটি টাকা। অর্থাৎ ১৫০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ভাগ। প্রথম দিনে ছবিটি আয় করেছে ২৪ কোটি টাকা।
দ্বিতীয় দিনে ছবিটির আয় পৌঁছে যায় ৩১ কোটিতে। তৃতীয় দিনে ছবিটির ব্যবসা ছিল ৩২.৫ কোটি টাকা। স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, চতুর্থ দিনে ছবিটি আয় করেছে ১২.৩৭ কোটি টাকা। অর্থাৎ চার দিনে ছবিটি মোট আয় করেছে ৯৯.৮৭ কোটি টাকা। স্বাভাবিকভাবেই যে গতিতে ‘হাউসফুল ৫’ ব্যবসা করছে তাতে খুব তাড়াতাড়িই ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে এই কমেডি ঘরানার ছবি।
[আরও পড়ুন: Pond Filling: শতাব্দী প্রাচীন শিবের মন্দিরের পুকুর ভরাট করার অভিযোগ মন্দির কমিটির বিরুদ্ধে]
উল্লেখ্য, ‘হাউজফুল ৫’-এ দর্শকদের জন্যে চমক রেখেছিলেন নির্মাতারা। নির্মাতাদের তরফে জানানো হয়েছিল ‘হাউজফুল ৫’-এ থাকবে ২ টো এন্ডিং। অর্থাৎ ছবি। ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ছবিটির দুটি এন্ডিং শুট করা হয়। এই সব কারণে ছবিটিকে আলাদা করে দুটি নাম দেয় ইন্ডাস্ট্রি– ‘হাউসফুল ৫এ’ এবং ‘হাউসফুল ৫বি’। আর এই দুটি ভার্সনই মুক্তি পেয়েছে সিনেমা হলে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে ঘটেনি এই প্রথমবার। ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ভাগটির পর পরিচালনা ও চিত্রনাট্য করেছেন তরুণ মানসুখানি। প্রযোজনা করেছেন সাজিদ খান। ছবির অন্যন্য ভাগ গুলির মতোই পঞ্চম ভাগেও অভিনয় করেছেন অক্ষয় কুমার।
এছাড়াও রয়েছেন অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া, নরগিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফরদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়স তালপড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর, জনি লিভার এবং আকাশদীপ সাবের-এর মতো অসাধারণ অভিনেতারা অভিনয় করেছেন। এখন দেখার দুটি এন্ডিংয়ের সঙ্গে মুক্তি পাওয়া ‘হাউজফুল ৫’ বক্স অফিসে কত কোটির ব্যবসা করতে পারে।