ad
ad

Breaking News

Bokabaksho te bondi review

Bokabaksho te bondi review: আসল-নকলের ঘেরাটোপে বন্দি অপলা, পরতে পরতে রয়েছে রহস্যের মোড়ক

প্রতিদিন আমরা কিভাবে আমাদের জীবনে যাঁতাকলে আবদ্ধ হয়ে পড়ি এই সিরিজ তার এক জ্বলন্ত উদাহরণ

Hoichoi series bokabaksho te bondi review

সংগৃহীত

Bangla Jago Desk: প্রতিদিন আমরা কিভাবে আমাদের জীবনে যাঁতাকলে আবদ্ধ হয়ে পড়ি এই সিরিজ তার এক জ্বলন্ত উদাহরণ। ২১ জুলাই মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘বোকা বাক্সতে বন্দি’ সিরিজটি। শোলাঙ্কি রায় এই সিরিজে ডবল রোল প্লে করছেন।  রিল লাইফে শোলাঙ্কি ‘সন্ধ্যামণি’। অপরদিকে সে  রিয়েল লাইফে অপলা।

[ আরও পড়ুন: Zoological Survey of India: অভিনব! বিশ্বে প্রথম দেশ হিসাবে ভারতে সূচনা হল সমস্ত প্রাণী প্রজাতির তথ্য সম্বলিত পোর্টাল

এই সিরিজে দেখা যাবে ধারাবাহিকতার দায়িত্ব কাধে টানতে টানতে তার সংসার চর্চা একপ্রকার ব্যহত হচ্ছে। যদিও বা ‘অপলা’ চান  স্বামী সন্তানকে নিয়ে সুখে ঘর সংসার করতে। তবে সেই স্বপ্ন তার পূরণ হয়নি। তাই তিনি সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন।  কিন্তু শুটিংয়ের শেষ দিনে সেটে গিয়ে তার যেন সব কিছু গুলিয়ে যায়। আসল নকলের ঘেরাটোপে বন্দী হয় শোলাঙ্কি ওরফে অপলা। তাকে হঠাৎ বলা হয় তার আসল নাম অপলা নয় বরং তার নাম সন্ধ্যামণি । পাশাপাশি তাকে আরও বলা হয় এই সেট ও চৌধুরী পরিবার তার নিজের বাড়ি ও তার প্রিয়জন। এই কথা শুনে তার কল্পনাও বাস্তবের মধ্যে সবকিছু গুলিয়ে যায়। এই সিরিজটি দেখলে অপলা শোলাঙ্কির মতো দর্শকদের যে কোন সময় গুলিয়ে যেতে পারে। তবে  দেবালয়ের ‘বোকা বাক্সতে বন্দি’ রহস্যের মোড়ক খুলবে পরতে পরতে।

রিল ও রিয়েল লাইফের দ্বন্দে কিভাবে ভোগেন তারকারা কিংবা অতিরিক্ত কাজের চাপে আত্মসংকট বোধ করেন এই সিরিজ দেখলেই সকলে বুঝতে পারবে। অপরদিকে শোলাঙ্কির পাশাপাশি এখানে অভিনয় করতে দেখা গেছে নীল ভট্টাচার্যকে। নীল ভট্টাচার্যকে এখানে সন্ধ্যামণির স্বামীর ভূমিকায় দেখা যাবে। আর অন্যদিকে সৌম্য বন্দ্যোপাধ্যায় রয়েছে অপলার স্বামীর চরিত্রে। উল্লেখ্য এই সিরিজে, সোলাঙ্কির অভিনয় বরাবরের মতনই বেশ সাবলীল। অপরদিকে, নীল ও সৌম্য বেশ ভালো অভিনয় করেছে।