চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: জীবনের কঠিন সময়ের মধ্যে থেকে যাচ্ছেন হিন্দি টেলিভিশন ইন্ড্রাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। অভিনেত্রী যে স্তন ক্যানসারে আক্রান্ত সেই খবর সকলেরই জানা। স্তন ক্যানসারের স্টেজ ৩ তে রয়েছেন হিনা। চলছে কেমো ও। কেমো চলাকালীন যন্ত্রণার কথা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
কিন্তু তাঁর মনোবল দূর্বল হয়নি কখনও। আগের থেকে এখন অনেক বেশি শক্ত হিনা লড়ে চলছেন মারণরোগের সঙ্গে। ক্যানসারকে সঙ্গী করেই কাজ চালিয়ে যাচ্ছেন। আর এবার ক্যানসার যন্ত্রণাকে পাত্তা না দিয়েই রমজান মাসে হিনা গেলেন মক্কায়।
হিনা তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। উমরাহ্ করতে সৌদি আরব গিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, “আলহমদোলিল্লাহ্, উমরাহ ২০২৫। আল্লাহ্, ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাক্রুদ্ধ। আল্লাহ্! “উমরাহে্র জন্য সব প্রস্তুতি সারা”। ভাইয়ের সঙ্গেই গিয়েছিলেন অভিনেত্রী।
উল্লেখ্য, গতবছরই নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন হিনা। জানিয়েছিলেন তিনি স্তন ক্যানসারের স্টেজ ৩তে রয়েছেন। তারপর আর দেরি করেননি শুরু করে দিয়েছিলেন চিকিৎসা। নিয়ে চলেছেন একের পর এক কেমো। এরপর নিজের চুল কেটে ফেলেছিলেন অভিনেত্রী।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। তবে ক্যান্সার দমিয়ে রাখতে পারেনি হিনাকে। মারণ রোগকে সঙ্গী করেই কখনও মার্জার সরণীতে হেঁটেছেন, কখনও আবার ফোটোশুটে মেলে ধরেছেন নিজেকে। পাশাপাশি শুরু করেছেন শ্যুটিংও। আর এবার অসুস্থতাকে সঙ্গী করেই রমজান মাসে ছুটে গেলেন মক্কায়। সবমিলিয়ে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা।