ad
ad

Breaking News

Arindam Sil

Arindam Sil: ফের বিপাকে অরিন্দম শীল, শ্লীলতাহানির অভিযোগে দায়ের এফআইআর

পরিচালকের বিরুদ্ধে ৩৫৪ এবং ৫০৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

FIR filed against Arindam Sheel on charges of molestation

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : ফের বিপাকে অরিন্দম শীল। শ্লীলতাহানির অভিযোগে এবার পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। যে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে অরিন্দম শীলকে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছিল তিনি সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করেছেন। শোনা যাচ্ছে, পরিচালকের বিরুদ্ধে ৩৫৪ এবং ৫০৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

[ আরও পড়ুন : Uttar Pradesh: বিধায়কের বাড়ি থেকে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ, পুলিশের অনুমান আত্মহত্যা ]

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ এনে মহিলা কমিশনের কাছে প্রথম অভিযোগ জানান ওই অভিনেত্রী। অভিনেত্রী অভিযোগ ছিল, পরিচালক অরিন্দম সিনের ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে তাকে কোলে বসান। তারপর তাকে চুমু খান। এই ঘটনার পর অভিনেত্রী মহিলা কমিশনের দ্বারস্থ হন। তবে পরিচালকের দাবি, তিনি অভিনেত্রীর সঙ্গে এরকম কিছুই করেননি। সেদিনের ঘটনায় একাধিক সাক্ষী রয়েছে। ঘনিষ্ঠ দৃশ্য  বোঝাতে গিয়ে অনেক সময় অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে যায়। এর জন্য তিনি দুঃখিত। এরপর অরিন্দম আরো অভিযোগ জানান, তাঁকে মহিলা কমিশনেও ডাকা হয়েছিল। সেখানে তিনি নিজের বক্তব্য জানান। মহিলা কমিশন নাকি তাকে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখতে বলেছে। আর ওই চিঠির মধ্যে ‘অনিচ্ছাকৃত’ শব্দটি মুছে ফেলতেও বলা হয়েছে। সম্প্রতি অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগের পর পরিচালককে সাসপেন্ড করা হয়।

[ আরও পড়ুন : Uttar Pradesh: বিধায়কের বাড়ি থেকে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ, পুলিশের অনুমান আত্মহত্যা ]

তবে পরিচালকের সম্বন্ধে এই ধরনের অভিযোগ আজকেই নতুন নয়। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিনেত্রী এইরকম ঘটনার আঙুল তুলেছিলেন।