চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে মাল্টি স্টারার ছবি ‘হাউজফুল ৫’ (Film Revenue)। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন অভিনীত এই ছবি নিয়ে প্রথম থেকেই প্রত্যাশা ছিল সকলের। এমনিতেই প্রথম থেকে ‘হাউজফুল ৫’ এর দুটি এন্ডিং নিয়ে উত্তেজনা ছিল। আর প্রত্যাশা মতোই মুক্তির পর থেকেই নতুন রেকর্ড করে চলেছিল এই ছবি। ৬ই জুন মুক্তি পেয়েছে ‘হাউজফুল ৫’। আর মুক্তির ১৪ তম দিনে দেশব্যাপী ২.৬৫ কোটি টাকা আয় করেছে। মুক্তির পর মোট ১৬৭.৯০ কোটির ব্যবসা করল ‘হাউজফুল ৫’।
[আরও পড়ুন: Malda Boat Capsize: ফেরিঘাটে নৌকাডুবি- ১৩ শ্রমিক উদ্ধার, নিখোঁজ ১]
মাল্টি স্টারার ছবি ‘হাউজফুল ৫’ মুক্তির পর থেকে ভালই ব্যবসা করে চলেছে। মুক্তির ১ম দিনে ২৪ কোটি টাকা, ২য় দিনে ৩১ কোটি টাকা, ৩য় দিনে ৩২ কোটি টাকা, ৪র্থ দিনে ১৩ কোটি টাকা, ৫ম দিনে ১১.২৫ কোটি টাকা, ষষ্ঠ দিনে- ৮.৫ কোটি টাকা, সপ্তম দিনে ৭ কোটি টাকা, ৮ম দিনে ৬ কোটি টাকা, ৯ম দিন ৯.৫ কোটি টাকা,১০ম দিন ১১.০৫ কোটি টাকা,১১ম দিন ৩.৭৫ কোটি টাকা, ১২ম দিন ৪.২৫ কোটি টাকা,১৩ম দিন ৩ কোটি টাকা, ১৪ম দিনে ২.৬৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘হাউজফুল ৫’। সবমিলিয়ে দেশব্যাপী মোট ১৬৭.৯০ কোটির ব্যবসা করেছে এই মাল্টিস্টারার ছবি (Film Revenue)।
উল্লেখ্য, ‘হাউজফুল ৫’-এ দর্শকদের জন্যে চমক রেখেছিলেন নির্মাতারা। নির্মাতাদের তরফে জানানো হয়েছিল ‘হাউজফুল ৫’-এ থাকবে ২ টো এন্ডিং। অর্থাৎ ছবি। ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ছবিটির দুটি এন্ডিং শুট করা হয়। এই সব কারণে ছবিটিকে আলাদা করে দুটি নাম দেয় ইন্ডাস্ট্রি– ‘হাউসফুল ৫এ’ এবং ‘হাউসফুল ৫বি’। আর এই দুটি ভার্সনই মুক্তি পেয়েছে সিনেমা হলে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে ঘটেনি এই প্রথমবার। ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ভাগটির পর পরিচালনা ও চিত্রনাট্য করেছেন তরুণ মানসুখানি (Film Revenue)।
প্রযোজনা করেছেন সাজিদ খান। ছবির অন্যন্য ভাগ গুলির মতোই পঞ্চম ভাগেও অভিনয় করেছেন অক্ষয় কুমার। এছাড়াও রয়েছেন অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া, নরগিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফরদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়স তালপড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর, জনি লিভার এবং আকাশদীপ সাবের-এর মতো অসাধারণ অভিনেতারা অভিনয় করেছেন। এখন দেখার দুটি এন্ডিংয়ের সঙ্গে মুক্তি পাওয়া ‘হাউজফুল ৫’ বক্স অফিসে কত কোটির ব্যবসা করতে পারে (Film Revenue)।