সংগৃহীত
Bangla Jago Desk: আয়ুষ্মান খুরানা একজন প্রতিভাবান শিল্পী। একদিকে তিনি যেমন অভিনয় করে সকলের মন জেতেন, অপরদিকে তার গাওয়া গানগুলিও জয় করে নেয় সকলের মন। সম্প্রতি আয়ুষ্মান খুরানার ‘রেহ জা’ নামে একটি গান রিলিজ করেছে। মূলত ‘ব্রেকআপ সং’ এর আদলে এই গানটি তৈরি করা হয়েছে । এই গানটি রিলিজ হওয়ার পর থেকে শ্রোতারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে আয়ুষ্মান খুরানার নতুন গান ‘রেহ জা’।
এই গানটি গাওয়ার পাশাপাশি কম্পোজ করেছেন আয়ুষ্মান খুরানা। যদিও বা এর আগে বেশ কিছু গান গেয়েছে আয়ুষ্মান খুরানা। তার গাওয়া নতুন গান ‘রেহ জা’ গানটির প্রসঙ্গে তিনি জানিয়েছেন ভালোবাসা কিংবা মন ভাঙা নানান বয়সে আসে । এমনকি কখনও কখনও ভালোবাসা কিংবা বিচ্ছেদ একাধিকবার আসে। আয়ুষ্মান জানান, তিনি ভালবাসার সমস্ত স্তরকে পছন্দ করেন। তিনি আরও জানান, জীবনে প্রেম কিংবা ভালোবাসার পাশাপাশি বিরহ না থাকলে ভালবাসাকে ভালোভাবে বোঝা যায় না। তাই তিনি এই বিরহ নিয়ে আরও কিছু কাজ করতে চান।
[ আরও পড়ুন: Sonakshi Sinha Zaheer Iqbal: আসতে পারেননি বিয়েতে, ভয়েস ম্যাসেজে সোনাক্ষীকে কি জানালেন কিং খান]
তিনি জানান তার এই গানটি বিরহের হলেও সেখানে অনুভূতি রয়েছে প্রবল। এছাড়াও এই গানটি ভালোবাসা ও আকাঙ্ক্ষার অনুভূতি গুলিকে বাঁচিয়ে রাখবে। আয়ুষ্মান জানান, এই গানটি তার কাছে প্রায় চার বছর আগে এসেছিল। কিন্তু সেই সময় এই ধরনের গানের এতটা জনপ্রিয়তা ছিল না। তাই গানটিকে নিয়ে তখন এগোনো যায়নি। প্রসঙ্গত এর আগে আয়ুষ্মান খুরানা বেশ কয়েকটি রোমান্টিক গান গেয়েছে যার মধ্যে বিখ্যাত কয়েকটি গান হল, ‘পানি দা রঙ ছোড়কে’, ‘সাড্ডি গালি আজা’, ‘মিট্টি দি খুশবু’ প্রমুখ গানগুলি তার রীতিমতো হিট হয়েছিল।