ad
ad

Breaking News

Rituparna Sengupta

Rituparna Sengupta: ঋতুপর্ণাকে নোটিশ পাঠিয়েছিলে ইডি, জিজ্ঞাসাবাদ এড়ালেন অভিনেত্রী

রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তে। বুধবার সকাল 11 টা নাগাদ তাকে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তোলক করেন ইডি

ED sent notice to Rituparna, actress avoided questioning

সংগৃহীত

Bangla Jago Desk: রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তে। বুধবার সকাল 11 টা নাগাদ তাকে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তোলক করেন ইডি। বর্তমানে অভিনেত্রী বিদেশে। তাই তিনি মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তার সিজিওকমপ্লেক্সে যাওয়া সম্ভব নয়। তিনি দেশে ফিরে এলেন যোগাযোগ করে নেবেন বলেও আশ্বাস দিয়েছেন।

[ আরও পড়ুন: Air Canada: দিল্লির টরেন্ট বিমানে বোমাতঙ্ক, উড়ো ইমেল ঘিরে চাঞ্চল্য]

সূত্রের খবর , ব্যাংকের লেনদেনের তথ্যের উপর ভিত্তি করে ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি। আর এই প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত আগেই বলেছেন ,” তিনি এটা শুনে যথেষ্ট হতবাক হয়েছে। তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। রেশন দুর্নীতি কি? সেই সম্পর্কে তার কোন ধারণা নেই।”   এছাড়া, তিনি আরও জানান, ” সামনে তার অনেক গুলো ছবির মুক্তি আছে । আর এই সবের মধ্যে এমন ধরনের খবর খুব একটা ভালো নয়। এতে তার মানহানি হচ্ছে ।  তিনি বলেন , হঠাৎ করে আমার নাম এমন ভাবে বলা টা যথেষ্ট অন্যায় হচ্ছে । তবে তাকে  জিজ্ঞাসা করা হয় যে এরপর তাকে যদি ইডির তরফ থেকে ডাকা হয় তাহলে সে যাবে কি না? এই প্রসঙ্গে অভিনেত্রী জানান , আইনজীবীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন তিনি।

এছাড়া , এর আগেও ২০১৯ সালের জুলাই মাসে অভিনেত্রীকে রোজভ্যালি কান্ডে তদন্তের জন্য তাকে ডাকা হয়‌ । এছাড়াও  একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল। এদিকে আবার আগামী শুক্রবার সিনেমা হলে মুক্তি পাবে ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির পঞ্চাশতম ছবি ‘অযোগ্য’।