ad
ad

Breaking News

Aishwarya drops Bachchan surname

বিচ্ছেদ গুঞ্জন আরও জোরাল, বচ্চন পদবী ছাড়লেন ঐশ্বর্য

একসময় বলিউডের হিট কাপল ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। তবে সে সম্পর্কেও ছেদ পড়েছে। সর্বত্রই এখন ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের খবর।

Divorce rumors intensify, Aishwarya drops Bachchan surname

Bangla Jago Desk: একসময় বলিউডের হিট কাপল ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। তবে সে সম্পর্কেও ছেদ পড়েছে। সর্বত্রই এখন ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের খবর। এতদিন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। তবে এবার অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হল। বচ্চন পদবী ছাড়লেন ঐশ্বর্য রাই। সম্প্রতি, দুবাইয়ে উইম্যান এমপাওয়ারমেন্ট বিষয়ক একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন ঐশ্বর্য। সেই মঞ্চে ঐশ্বর্য পা রাখতেই স্ক্রিনে ফুটে ওঠে ঐশ্বর্য রাইয়ের নাম। সেই স্ক্রিনের নামেই বাদ পড়ে বচ্চন পদবি। আর এই ভিডিওই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ডিভোর্স গুঞ্জন আরও বাড়তে থাকে।

[আরও পড়ুনঃ চোখ ভালো রাখতে চান? তাহলে আপনাকে এই ৩ খাবার থেকে দূরে থাকতে হবে, জানুন সেইগুলি কি কি?

তবে নিজের সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই পরিবর্তন করেনি ঐশ্বর্য। অফিসিয়ালি তিনি ঐশ্বর্য রাই বচ্চনই রয়েছেন। মনে করা হচ্ছে, যেহেতু দুবাইয়ের এই অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে সেহেতুই আয়োজকরা ঐশ্বর্যের নামের পাশে রাই পদবি ব্যবহার করেছেন। তাঁর স্বামীর পদবি নয়! তবে ঘটনা যাই হোক অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে বচ্চন পদবী না থাকায় তা বাকা চোখেই দেখছেন  নেটিজেনদের একাংশ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dubai Women Establishment (@dubaiwomenestablishment)

উল্লেখ্য, ঐশ্বর্য-অভিষেক বচ্চনের সম্পর্কের ডোর যে হালকা হয়েছে সেই ছবি আগেই দেখা গিয়েছিল। কিন্তু বিগত কয়েক মাস ধরে তাদের বিচ্ছেদের খবর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। গুঞ্জন, ঐশ্বর্য-অভিষেকের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণেই নাকি তাদের বিচ্ছেদ। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গেই নাকি প্রেম করছেন অভিষেক আর সেই কারণেই এই বিচ্ছেদ। জানা গিয়েছে, ইতিমধ্য়েই নাকি আইনজীবীর সঙ্গে সাক্ষাত সেরে ফেলেছেন দুজনে। তবে এখনো পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। এখন দেখার সত্যিই বলিউডের এই ম্যাজিক জুটি জীবনের পথে আলাদা হাটেন কিনা।

[আরও পড়ুনঃ বিরোধীদের প্রতিবাদে কার্যক্রম ব্যাহত, সোমবার পর্যন্ত স্থগিতসংসদের কার্যক্রম