ad
ad

Breaking News

Ditipriya Roy

Ditipriya Roy: ব্যস্ততার মাঝে এবার অস্ত্রোপচার, সাময়িক বিরতিতে পর্দার ‘রানি মা’

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দিতিপ্রিয়ার নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানের জন্যই তাঁর অস্ত্রোপচার করা হবে।

Ditipriya Roy Announces Minor Surgery, Takes Short Break

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পুজোর উৎসবের আমেজ কাটতে না কাটতেই দুঃসংবাদ দিলেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যিনি ‘রানি রাসমণি’ ধারাবাহিকে ‘রানি মা’ চরিত্রে অভিনয় করে গোটা বাংলায় সাড়া ফেলে দিয়েছিলেন। বর্তমানে জি বাংলার পর্দায় অভিনেতা জিতু কমলের বিপরীতে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া। এর মাঝেই হঠাৎ বুধবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের অসুস্থতা এবং আসন্ন অস্ত্রোপচারের কথা জানিয়েছেন তিনি। দিতিপ্রিয়া তাঁর পোস্টে লেখেন, “আমার একটা ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন আমাকে পাবেন না। আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব (Ditipriya Roy)।”

আরও পড়ুনঃ Andhra Pradesh: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল অন্ধ্রপ্রদেশ! বাজি কারখানায় আগুন

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দিতিপ্রিয়ার নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানের জন্যই তাঁর অস্ত্রোপচার করা হবে। জানা যায়, কাজের চরম ব্যস্ততার কারণে গত দু’বছর ধরে এই অস্ত্রোপচার পিছিয়ে যাচ্ছিল। সমস্যাটি নিয়েই তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন, যার ফলে মাঝে মাঝেই তার নাক থেকে রক্তপাতও হতো। তবে চিন্তার কোনো কারণ নেই, এটি একটি খুব ছোট অস্ত্রোপচার বলেই জানিয়েছেন পর্দার ‘রানি মা’ (Ditipriya Roy)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করা এই জনপ্রিয় অভিনেত্রী আপাতত কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সঠিক চিকিৎসা এবং বিশ্রামের পর খুব দ্রুতই তিনি আবার শুটিং ফ্লোরে ফিরবেন। আপাতত অনুরাগীরা প্রার্থনা করছেন, যাতে দিতিপ্রিয়া দ্রুত সুস্থ হয়ে আবার পর্দায় তাঁর চেনা রূপে ফিরে আসতে পারেন (Ditipriya Roy)।