ad
ad

Breaking News

কলকাতায় কনসার্ট দিলজিতের, আগেই দক্ষিণেশ্বরে পুজো দিলেন সংগীতশিল্পী

'দিল লুমিনাটি'র কনসার্টে রয়েছে ১০ শহর। সেই তালিকায় রয়েছে শহর কলকাতা। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণের পরে এবার তিলোত্তমায় দিলজিতের কনসার্ট।

Diljit's concert in Kolkata, the musician performed puja at Dakshineswar beforehand

চিত্র : সংগ্রহিত

Bangla Jago Desk : বিতর্কের মাঝেও থেমে নেই দিলজিতের শো। ‘দিল লুমিনাটি’র কনসার্টে রয়েছে ১০ শহর। সেই তালিকায় রয়েছে শহর কলকাতা। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণের পরে এবার তিলোত্তমায় দিলজিতের কনসার্ট। শনিবার কলকাতার বুকে ঝড় তুলতে চলেছেন পাঞ্জাবি গায়ক। কলকাতায় এসেই দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দেন গায়ক। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণর ঘরে দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে বসে থাকেন। শো এর আগে মায়ের আশীর্বাদ নেন দিলজিত। পরনে সাদা কুর্তা-পাজামা, মাথায় লাল পাগড়ি, চোখে মুখে একরাশ প্রশান্তি। হাতে রয়েছে লাল জবা। সেই ছবিই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

হায়দরাবাদে শো-এর আগে আইনি নোটিশ পায় সংগীতশিল্পী। তেলেঙ্গানা সরকারের তরফ থেকে জানানো হয়, অনুষ্ঠানে অ্যালকোহল, মাদক এবং সহিংসতার প্রচার করা গান গাওয়া যাবে না। বিজ্ঞপ্তিটি গায়ককে তার শো চলাকালীন মঞ্চে শিশুদের ডাকতেও নিষেধ করেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TEAM DOSANJH (@teamdiljitglobal)

 

তেলেঙ্গানা সরকারের দেওয়া নির্দেশিকার পরে গুজরাটের শো-এ মুখ খুললেন দিলজিৎ। তাঁর যেসব গানে অ্যালকোহল সম্পর্কিত বিষয় রয়েছে সেই গান তিনি গাইবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে এর পাশাপাশি সারা দেশের কর্তৃপক্ষকে মদ নিষিদ্ধ করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, “আপনারা সারা দেশে মদের দোকান বন্ধ করুন, আমি মদের গান গাওয়া বন্ধ করব। করোনা মহামারী চলাকালীন সবকিছু বন্ধ ছিল, কিন্তু মদের দোকানগুলি খোলা ছিল। আপনি যুবকদের বোকা বানাতে পারবেন না। এই ধরনের নোটিশ দিয়ে ভয় দেখানো যায় না।’এর মাঝেই তার কনসার্ট ঘিরে দর্শকমহলে উম্মাদনা তুঙ্গে।

 বিতর্কের সূত্রপাত, অক্টোবর মাসে একটি শো-কে কেন্দ্র করে হয়। সেদিন পাঞ্জাবি পপস্টার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্ট করেছিলেন। এরপরেই চণ্ডীগড়ের এক অধ্যাপক পণ্ডিতরাও ধরেনাভরের তরফে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই পাঞ্জাবি পপস্টারের গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দেয়। এমনকি তাঁর অভিযোগের প্রমাণস্বরূপ একটি ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। কার্যত কড়া পদক্ষেপ নিল তেলেঙ্গানা সরকার।