চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: দুর্গাপূজার মরশুমে বাংলা সিনেমার দর্শকদের মন জয় করার পর এবার দেশব্যাপী আলো ছড়াতে প্রস্তুত শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি ‘দেবী চৌধুরানী’। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই ইতিহাস-ভিত্তিক ছবিটি আগামী ১০ অক্টোবর সারা ভারতে মুক্তি পেতে চলেছে। গত ২৬ সেপ্টেম্বর বাংলার বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘দেবী চৌধুরানী’। বিশেষ করে ভবানী পাঠক চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় রীতিমতো দর্শকের মন জয় করেছে (Devi Chowdhurani)।
View this post on Instagram
আরও পড়ুনঃ Bihar Voters: বিহারের ২১ লক্ষ নতুন ভোটারের উৎস জানতে চাইল শীর্ষ আদালত
দেশব্যাপী ছবি মুক্তির খবরটি ছবির টিম সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, “বাংলার মানুষের ভালোবাসা পেয়ে এবার আমাদের জয়যাত্রা পথ সারা ভারতে। জয়ভৈরবী।” এই পোস্ট থেকেই স্পষ্ট যে আঞ্চলিক সাফল্যের পর এবার জাতীয় স্তরে সাড়া ফেলতে প্রস্তুত ছবির নির্মাতারা। ১৭৭০ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবি সন্ন্যাসী বিদ্রোহের পটভূমি তুলে ধরে। ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিতে গুরু ভবানী পাঠকের ভূমিকায় নজর কেড়েছেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মাতৃভূমি রক্ষার্থে তিনি সাধারণ মেয়ে প্রফুল্লকে (দেবী চৌধুরানী) শান দেওয়া তরবারিতে পরিণত করেন। ডাকাতসম্রাজ্ঞীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো দেশের জন্য তাঁর ঝাঁপিয়ে পড়ার কাহিনিই এই ছবির মূল আকর্ষণ (Devi Chowdhurani)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল-এর মতো তারকারা। উত্তর কলকাতা, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের মতো নানা ঐতিহাসিক স্থানে ঘুরে ছবির শ্যুটিং করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এখন দেখার, বাংলা জয়ের পর এই ‘দেবী চৌধুরানী’ সারা দেশের দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে (Devi Chowdhurani)।