ad
ad

Breaking News

Dev

Dev: শুটিং শুরু ‘প্রজাপতি ২’-এর, ছবির মহরতের একগুচ্ছ ছবি শেয়ার দেবের

এদিন দেবের পরনে ছিল, সাদা টি-শার্ট আর ধূসর রঙের জ্যাকেট।

dev-projapoti-2-shooting-mithun-jyotirmoyee-2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: একের পর এক ছবি নিয়ে ব্যস্ত টলিউড সুপারস্টার দেব। আপাতত মুক্তির অপেক্ষায় দেবের ধূমকেতু, রঘু ডাকাত। বর্তমানে দেব ব্যস্ত ‘প্রজাপতি ২’ ছবি নিয়ে। আর উল্টো রথের দিনই হয়ে গেল প্রজাপতি ২-র শুভ মহরত। ছবির মহরতের একগুচ্ছ ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন দেব। ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে দেব লিখলেন, ‘আমরা ফিরে এসেছি… আজ থেকে শুরু হল প্রজাপতি ২-র শ্যুটিং।’ ছবিতে দেব, মিঠুন চক্রবর্তী, পরিচালক অভিজিৎ সেনেরও। (Dev)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

 

[আরও পড়ুনঃ Delhi Incident: একই ঘর থেকে উদ্ধার ৩ যুবকের মৃতদেহ, হাসপাতালে চিকিৎসাধীন ১]

‘প্রজাপতি ২’ ছবির মহরতে দেখা গেল দেবের হাতে ছবির ক্ল্যাপবোর্ড, দেখা গেল পুজো করছেন দেন, নারকেল ফাটাচ্ছেন। এদিন দেবের পরনে ছিল, সাদা টি-শার্ট আর ধূসর রঙের জ্যাকেট। দেবের পাশাপাশি মিঠুন চক্রবর্তীকেও দেখা গেল ছবির মহরতে। মিঠুনের মুখে কাঁচা-পাকা দাড়ি, চোখে চশমা আর কালো রঙের পাফার জ্যাকেট। ‘প্রজাপতি ২’ ছবির শুটিং হচ্ছে বিদেশে। এদিন ইংল্যান্ডের পূর্ব ওয়ারউইকশায়ারের রাগবিতে আছেন তারকারা। জানা গিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরেই আসছে ‘প্রজাপতি ২’। প্রতীক্ষিত এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে। স্বাভাবিকভাবেই আবারও একবার দেবের বিপরীতে নতুন নায়িকাকে দেখতে মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা।(Dev)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পেয়েছিল প্রজাপতি। এই ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। ছবিতে বাবা-ছেলে হিসেবে মিঠুন আর দেবের জুটি মন জয় করে নেয় দর্শকদের। ছবিতে আরও ছিলেন মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়। বক্স অফিসে ১৩ কোটির ব্যবসা করেছিল এই ছবি। সবমিলিয়ে এখন ছবি মুক্তির অপেক্ষায় সকলে।