চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: খারাপ সময় আর সমালোচনা যেন পিছু ছাড়ছেই না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, তথা রণবীর সিং পত্নী, দীপিকা পাড়ুকোনের। কিছুদিন আগে সন্দীপ রেড্ডি ভাঙার ছবির পাশাপাশি ‘কল্কি ২৮৯৮’ ছবির সিকুয়েল থেকে বাদ পড়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। অপেশাদারিত্বের অভিযোগ তোলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই তিনি ফের জড়ালেন বিতর্কে। এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য হিজাব পড়তে হয় তাঁকে এবং এর জেরে তাঁকে শুনতে হয় কটাক্ষ (Deepika Hijab Ad)।
আরও পড়ুনঃ তিন বছরের শিশু অপহরণ! পুলিশের ধাওয়ায় ভেস্তে গেল ছক
ঘটনাটি কী? কয়েকদিন আগে আবু ধাবি ট্যুরিজমের প্রচারের জন্য এক বিজ্ঞাপনী ভিডিও শুট করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। একটি দৃশ্যে দেখা যায় যে আবু ধাবির জনপ্রিয় শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ গিয়ে হিজাব পড়ে রয়েছেন অভিনেত্রী। তা দেখেই রীতিমতো ক্ষুব্ধ নেটপাড়া। এরপরই শুরু হয় কটাক্ষের বন্যা। দীপিকার নিন্দা করা শুরু করেন অনেকে (Deepika Hijab Ad)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে দীপিকা যা করেছেন, তা সনাতন ধর্মের অপমান। আবার অনেকে কন্যাসন্তানের নামে প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করেছেন বলি অভিনেত্রীকে। এখানেই শেষ নয়, এক এক জন আবার দীপিকাকে দুমুখো বলেও আক্রমণ করেছেন। যদিও তাঁর ভক্তরা পাল্টা দিতে পিছিয়ে আসেননি। তাঁদের বক্তব্য, এটি দীপিকার পেশা এবং সেই দৃষ্টিকোণ থেকে তিনি কোনও অপরাধ করেননি। আবার অনেকে এটাও দাবি করেছেন যে সেই মসজিদে যাঁরাই যাক না কেন, সে নারী হোক কি পুরুষ, মাথা ঢেকে রাখতে হয় এবং সেক্ষেত্রে দীপিকা দোষী নন। এক কথায় বলতে গেলে, ফের শিরোনামে উঠে এসেছেন প্রকাশ পাডুকোনের কন্যা (Deepika Hijab Ad)।