ad
ad

Breaking News

দশম অবতার

অনুপমের কন্ঠে ‘দশম অবতার’-এর নতুন গান

Bengla Jago Desk: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি দশম অবতার এর মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জয়া আহসান। বাইশে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী ও ভিঞ্চিদার বিজয় পোদ্দার এই দুই চরিত্রকেও সৃজিত নিয়ে আসছেন একই গল্পে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির একটি গান, যা গেয়েছেন অনুপম রায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর জন্মদিনেই আমি সেই মানুষটা আর নেই […]

Bengla Jago Desk: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি দশম অবতার এর মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জয়া আহসান। বাইশে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী ও ভিঞ্চিদার বিজয় পোদ্দার এই দুই চরিত্রকেও সৃজিত নিয়ে আসছেন একই গল্পে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির একটি গান, যা গেয়েছেন অনুপম রায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর জন্মদিনেই আমি সেই মানুষটা আর নেই গানটি মুক্তি পেলো। এই ছবির গান সম্পর্কে বলতে গিয়ে সৃজিত মুখোপাধ্যায় জানান, দশম অবতারের প্রতিটা গানই ছবির ভাবকে মাথায় রেখে তৈরি। তার পাশাপাশি তিনি জানান, অনুপম রায়ের তৈরি করা অন্যতম সেরা গান এটি ।

সঙ্গে বলেছেন, এই গান অত্যন্তই মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গান। আর সিনেমার মেজাজের সঙ্গেও এই ছবি ভীষণবাবে খাপ খেযে যায়। অনুপমও জানান যে দশম অবতারের গান তৈরি করা তার কাছে ভীষণ রকমের পরিতৃপ্তির অভিজ্ঞতা। এই গান তার মনেরও ভীষণ কাছের।

Free Access