Bangla Jago Desk: পাঠান ছবির পর জওয়ান একের পর এক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। এবারে ভক্তরা তাকিয়ে রয়েছেন ডাঙ্কি ছবির দিকে। বহুপ্রতিক্ষীত ডাঙ্কি ছবির মুক্তির তারিখ নিয়ে জল্পনা দেখা যায়। তবে সব গুঞ্জনে ইতি টেনে জানিয়ে দেওয়া হল, মোটেই পিছিয়ে যাচ্ছে না শাহরুখের ডাঙ্কি ছবির মুক্তির তারিখ।
আগের নিয়ম মেনে বড়দিনেই মুক্তি পাচ্ছে ‘ডাঙ্কি’। জনপ্রিয় ফিল্ম সমালোচক তরণ আদর্শ স্পষ্ট জানিয়ে দিলেন, ২২ ডিসেম্বর মুক্তি পাবে রাজকুমার হিরানির ডাঙ্কি। এদিকে বড়দিনেই শাহরুখের সঙ্গে ফাইট করবেন দক্ষিনী তারকা প্রভাস। আদিপুরুষ ঢাহা ফ্লপ হওয়ায় বিতর্কের মুখে পড়েছিলেন ‘আদিপুরুষ’ প্রভাস।
সিনে সমালোচকরা বলছেন, বক্স অফিসের লড়াইয়ে প্রভাস এখন বাজিমাত করতে মরিয়া। তাই ডাকাবুকো শাহরুখের সঙ্গে বড়দিনে ফাইট করবেন প্রভাস। এখন দেখার শাহরুখের ডাঙ্কি ছবির সঙ্গে প্রভাসের সালার ছবি কতটা দর্শক টানতে পারে বক্সঅফিসে।
Free Access