Bangla Jago Desk, মৌ বসু: লন্ডন থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং পাশ করে দেশে ফিরে সে বিষয় নিয়ে নয় ছবি পরিচালনার কাজে হাত পাকান সুদর্শন, নম্র আপাদমস্তক ভদ্রলোক মানুষটি। তিনি তপন সিংহ। বাংলা চলচ্চিত্র শিল্পের জগতে অভিনব বিষয় ভাবনা ও পরিচালনার গুণে যিনি এক সতন্ত্র পরিচয় বহন করেন। গল্প হলেও সত্যি, নির্জন সৈকতে, হারমোনিয়াম, ঝিন্দের বন্দী, সাগিনা মাহাতো….তাঁর সাফল্যের মুকুটে একে একে যোগ হয়েছে নানান পালক।
তাঁর ছবি শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের ঘরে পৌঁছনোর পাশাপাশি আন্তর্জাতিক দর্শককেও ছুঁয়েছে সমানভাবে। বাণিজ্যিক ও আর্টফিল্মের তথাকথিত লক্ষণরেখা তিনি মুছে ফেলেছেন অনায়াসে। উত্তমকুমার, দিলীপ কুমার, ছবি বিশ্বাস, সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, বৈজয়ন্তীমালা, শাবানা আজমী―ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তিদের দেখা গেছে তপন সিংহের ছবিতে।
এবছরই শতবর্ষে পা দেবেন তপন সিংহ। তাই দক্ষিণদাড়ি ইয়ুথস আয়োজিত সর্বজনীন দুর্গোৎসবের এবারের বিশেষ ভাবনা―‘সিংহবাহিনী’। শিল্পী অনির্বাণ দাস। দক্ষিণদাড়ি ইয়ুথসের পুজোয় তাই এবার আনন্দময়ী দেবী দুর্গার আবাহনের মাধ্যমে বাংলার ‘শ্রেষ্ঠ সিংহ’ তপন সিংহের নানান অসামান্য সৃষ্টিকাহিনীকেও শ্রদ্ধা জানানো হবে।