সংগৃহীত
Bangla Jago Desk: কুয়াশাচ্ছন্ন জঙ্গল, দুধারে সারি সারি বিশাল শাখা বিস্তীর্ণ গাছের মধ্য দিয়ে চলে গিয়েছে পথ। ঘুটঘুটে অন্ধকার সেই পথ দিয়ে যেতে গেলেই গায়ে অনুভব হয় হীম শীতল হাওয়া, গায়ে শিরশিরানি দেওয়ার মতো একটা পরিবেশ। এই ঠিক পরিবেশে পিছন থেকে কেউ ডাক দিল। বুকের ভিতরের ধুকপুকানির শব্দে নিজেরই কান ভারী হয়ে আসার জোগাড়। যাকে বলে একেবারে পারফেক্ট ভৌতিক পরিবেশ। এরকমই ভৌতিক পরিবেশের গল্প নিয়ে আবারও আসছে ‘পর্ণশবরীর শাপ’ সিজন ২।
[আরও পড়ুন: Bangladesh: সব ক্ষেত্রে সচিবদের সংস্কার কর্মসূচি গ্রহন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস]
অনেকের মতে পর্দায় ভূতের চেয়ে বেশি ভয়ের বিষয় হল এই ভৌতিক পরিবেশ। ভৌতিক পরিবেশে রহস্য এক অন্যমাত্রায় নিয়ে যায় দর্শকদের উত্তজনা। ফেলুদা- ব্যোমকেশের মতো গোয়েন্দাদের পাশপাশি এই রহস্য উদ্ঘাগটনের গল্প বলেন ভাদুড়ি মশাই। পর্ণশবরীর শাপ-এর মাধ্যমে সিরিজ আকারে পর্দায় আগেই রহস্য উদ্ঘাটন করেছেন ভাদুড়ি মশাই। গত বছরই ভূত চতুর্দশীতে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পায় ফোকলোর থ্রিলার ‘পর্ণশবরীর শাপ’ সিজন ১। সিরিজটি পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এই সিরিজের হাত ধরেই প্রথম ওয়েব সিরিজের জগতে পা রাখেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। সিরিজে ভাদুড়ি মশাইয়ের চরিত্রেই অভিনয় করেছেন চিরঞ্জিত।
[আরও পড়ুন: চেনা ডেস্টিনেশন দার্জিলিঙের অচেনা গন্তব্য কোলবং]
সৌভিক চক্রবর্তীর লেখা অনুযায়ী বাংলা সাহিত্যের পাঠকদের কাছে পরিচিত নীরেন্দ্রনাথ ভাদুড়ি ওরফে ভাদুড়ি মশাই। সেই চরিত্রকেই ক্যামেরার সামনে জীবন্ত করে তুলেছিলেন পরিচালক পরমব্রত। চমকপুরে ‘পর্ণশবরীর শাপ’-এর প্রভাব থেকে কীভাবে বাঁচাবেন ভাদুড়ি মশাই?তাসেই ফুটে উঠেছিল সিরিজে। খুব শীঘ্রই আসতে চলেছে ওই সিরিজের দ্বিতীয় ভাগও। সিরিজে চিরঞ্জিতের অণবদ্য অভিনয় সরে সকলের প্রশংসা কুড়োন। ‘মিতুল’-এর চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। অশরীরীসরকরারি আধিপত্য রয়েছে স্থাপনকরে।গল্পটির মূল কেন্দ্রবিন্দু মিতুলই। গল্পটি পুরোটাই গড়ে উঠেছে গল্পে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে যেতে দেখা গিয়েছিল। জানা যাচ্ছে, দ্বিতীয় এই সিজনেও গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়ের চরিত্রদের দেখা যাবে। তবে গল্পে থাকবে আরও দারুণ চমক, সেই সঙ্গে দানা বাঁধবে আরও একটি নতুন রহস্য।
জানা যাচ্ছে খুব শীঘ্রই এই সিরিজের দ্বিতীয় ভাগ আসতে চলেছে। ইতিমধ্যেই শেষ হয়েছে সিরিজের শ্যুটিং। এই সিরিজে আরও শক্তিশালী ভূমিকায় দেখা যাবে ভাদুরি মশাইকে। সম্পূর্ণ নতুন গল্পের সঙ্গে দ্বিতীয় ভাগে একঝাঁক নতুন মুখকেও দেখা যাবে।