Bangla Jago TV Desk : বলিউডের অন্যতম জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। এবার এরমধ্যেই বড় বিতর্কের মুখে পড়ে ক্ষমা চাইলেন বর্ষীয়ান অভিনেতা। কিন্তু কী কারনে এই ক্ষমা চাওয়া? আসলে বারাণসীতে শুটিংয়ের সময় অভিনেতা এক অনুরাগীকে চড় মারেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিও ঘিরে প্রবল বিতর্কের মুখে পড়েন অভিনেতা নানা পটেকর। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নানা’র বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা।
যদিও এই ঘটনা ‘নিজের অজান্তেই’ হয়ে গেছে বলে দাবি করেছেন অভিনেতা। একটি সোশাল পোস্টের মাধ্যমে ক্ষমাও চেয়েছেন জনপ্রিয় এই বর্ষীয়ান অভিনেতা। নানা পটেকর বলেছেন, ‘একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমি একটি ছেলেকে মাথায় চড় মেরেছি। যদিও এই সিকোয়েন্সটি আমাদের ছবিরই একটি দৃশ্য ছিল। আমাদের এই দৃশ্যটি রিহার্সাল করার কথা ছিল। ডিরেক্টর তখন দৃশ্যটি পুনরায় রিহার্স করতে বলেন। সেই সময় ছেলেটি সিন-এ ঢুকে পড়ে।
আমি জানতাম না ও কে। ভেবেছি ক্রু মেম্বারদের কেউ। তাই স্ক্রিপ্ট অনুযায়ী ওঁর মাথায় চড় মেরে ওকে বেরিয়ে যেতে বলেছি। এরপর আমি জানতে পারি যে ও আমাদের ছবির ক্রু-দের কেউ নয়। আমি সঙ্গে সঙ্গে ওঁকে ডেকে পাঠাই, কিন্তু ততক্ষণে ছেলেটি চলে গিয়েছিল। যে ভাবে নেটিজেনরা বর্ষীয়ান অভিনেতা নানাকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। সেই কারণে অভিনেতা ঘটনার বিবরণ দিয়ে ক্ষমা চাইলেন ।
FREE ACCESS