ad
ad

Breaking News

Alia bhat

পরিকল্পনা বদল, ‘কান’-এর রেড কার্পেটে ডেবিউ করবেন আলিয়া!

জানা গিয়েছে, বর্তমানে সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির একটি দৃশ্যে অভিনয় সেরেই ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন আলিয়া।

Change of plans, Alia will debut on the red carpet of 'Cannes'!

চিত্র : নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আলিয়া ভাট। তিনি এখন গ্লোবাল স্টার। হলিউড থেকে বলিউড সর্বত্রই তাঁর উপস্থিতি নজরকাড়া। মেট গালার মঞ্চ মাতানোর পর কথা ছিল কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করবেন আলিয়া। কিন্তু কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করেন রণবীর ঘরণী।

কান উৎসবের প্রথম দিনেই তাঁর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির জেরে সেই পরিকল্পনা বাতিল করেন অভিনেত্রী। তবে এবার শোনা যাচ্ছে নিজের সিদ্ধান্ত বদল করেছেন আলিয়া। বলিউডে সূত্রে খবর, কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন, অর্থাৎ ২৪ মে লাল গালিচায় হাঁটবেন আলিয়া।

আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কান-এ যাওয়া সমীচীন নয় বলে মনে করছেন তিনি। তবে এখনও কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাঁকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেই দিকে নজর রাখছে।

তবে এই মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।” জানা গিয়েছে, বর্তমানে সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির একটি দৃশ্যে অভিনয় সেরেই ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন আলিয়া। স্বাভাবিক ভাবেই আলিয়ার কান চলচ্চিত্র উৎসবে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

উল্লেখ্য, ফ্যাশনের শহর ফ্রান্স এ অনুষ্ঠিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসব ২০২৫। ১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’, যা আগামী ১০দিন চলবে। আর শেষ দিনেই কানের লাল গালিচায় হাটবেন আলিয়া ভাট।