ad
ad

Breaking News

Celebrity Tribute

Celebrity Tribute: শেফালিকে হারিয়ে ভেঙে পড়েছেন পরাগ, আবেগঘন পোস্ট অভিনেতার

এবার প্রয়াত স্ত্রীকে নিয়ে দ্বিতীয়বার পোস্ট করলেন তিনি ইনস্টাগ্রামে। স্ত্রীকে হারিয়ে তিনি যে শুন্য সেটা স্পষ্ট পরাগের পোস্টে।

Celebrity Tribute: parag Tyagi’s Emotional Tribute to Late Wife

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: গত ২৭ জুন প্রয়াত হয়েছেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জাড়িওয়ালা (Celebrity Tribute)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোল ঢলে পড়েন অভিনেত্রী। শেফালির আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বিনোদন দুনিয়া। শেফালির হঠাৎ মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন স্বামী পরাগ ত্যাগী। কিছুদিন আগেই স্ত্রী শেফালিকে নিয়ে একটি পোস্ট করেছিলেন পরাগ। এবার প্রয়াত স্ত্রীকে নিয়ে দ্বিতীয়বার পোস্ট করলেন তিনি ইনস্টাগ্রামে। স্ত্রীকে হারিয়ে তিনি যে শুন্য সেটা স্পষ্ট পরাগের পোস্টে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parag Tyagi (@paragtyagi)

[আরও পড়ুন: Beach Accident: নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্র বিচে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, তারপর কী হল? দেখুন]

পরাগ নিজের ইনস্টাগ্রামে শেফালির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন রবিবার। ছবিগুলি শেয়ার করে লেখেন, ‘আমার পরী তোমাকে সবসময় মনে পড়ে। মনে হয় যেন তুমি আমার সঙ্গেই আছ। তোমাকে সারাজীবন ভালোবাসবো। আমার গুন্ডি, আমার সারাজীবনের ভালোবাসা, তোমাকে খুব মনে পড়ে। যেখানে আছ শান্তিতে থাকো, ভালো থাকো।’

FB POST: https://www.facebook.com/share/r/16hMrnHnbx/

পরাগের এই লেখার মধ্যেই স্পষ্ট কতটা বেদনার মধ্যে দিয়ে যাচ্ছেন। সারা জীবনের সঙ্গীকে হারিয়ে পরাগ আজ একা। শেফালির স্মৃতিকে আগলেই এখন প্রতি মুহূর্ত কাটছে পরাগের। উল্লেখ্য, গত ২৭ জুন হঠাৎই প্রয়াত হন শেফালি জাড়িওয়ালা। শোনা গিয়েছিল, গত শুক্রবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় শেফালি জাড়িওয়ালার। অভিনেত্রীকে তাঁর স্বামী পরাগ ত্যাগী বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই অকালে প্রাণ যায় অভিনেত্রীর (Celebrity Tribute)।