গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: দীপিকা পাড়ুকোন। বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। আউটসাইডার হিসেবে বলিউডে যাত্রা শুরু তাঁর। এখন দীপিকা বলিউডের মস্তানি। দীপিকার বাবা একজন ব্যাডমিন্টন প্লেয়ার। স্বাভাবিকভাবেই ছোটবেলায় থেকেই পরিবারে খেলাধুলো দেখেই বড় হয়েছেন। তবে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে। তবে খেলা যে তাঁর রক্তে সেটা প্রমাণিত হল আবারও। বাবার জন্মদিনে বড় ঘোষণা করলেন দীপিকা পাড়ুকোন।
View this post on Instagram
দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিন মঙ্গলবার। আর বাবার জন্মদিনেই নতুন ব্যাডমিন্টন স্কুল উদ্বোধন করলেন অভিনেত্রী। স্কুলের নাম- ‘পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন’। এদিন দীপিকা তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেন। একটিতে বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে ছবি। অন্য একটিতে ব্যাডমিন্টন স্কুলের ঘোষণা।
এদিন ব্যাডমিন্টন স্কুল খোলার সুখবর দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘যেহেতু ব্যাডমিন্টন খেলার পরিবেশে বড় হয়েছি, তাই নিজের চোখে দেখেছি যে, এই খেলাটি কারও জীবনকে শারীরিক-মানসিক, এমনকী আবেগের দিক দিয়ে কতটা প্রভাবিত করতে পারে। এই পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টনের (পিএসবি) মাধ্যমে, আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে ব্যাডমিন্টন খেলার আনন্দ এবং শৃঙ্খলা পৌঁছে দিতে চাই। এবং নতুন প্রজন্মকে আরও স্বাস্থ্য সচেতন, মনোযোগী এবং খেলাধুলায় অনুপ্রেরণা জোগাতে চাই।’
[আরও পড়ুন: Los Angeles: উত্তপ্ত লস অ্যাঞ্জেলস, পথে নামল সেনার মেরিনবাহিনী]
এখানেই শেষ নয়, বাবার উদ্যেশে দীপিকা লেখেন, বাবা, যাঁরা তোমাকে ভালো করে চেনেন, ‘তাঁরা জানেন এই খেলা নিয়ে তোমার আবেগ কীরকম। ৭০ বছর বয়সেও তুমি খাও, ঘুমাও এবং শ্বাস নাও ব্যাডমিন্টনের মাধ্যমেই। আর আমি তোমার আবেগকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজ থেকে ব্যাডমিন্টন সকলের জন্য। শুভ জন্মদিন।’ এদিন দীপিকা আরও জানিয়েছেন, প্রতি বছর পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন ৭৫টি করে সেন্টার খুলবে। আগামী ২০২৭ সালের মধ্যে আড়াইশোটি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র খোলার ঘোষণা করেছেন দীপিকা।স্বাভাবিকভাবেই বাবা প্রকাশ পাড়ুকোনের কাছে মেয়ের দেওয়া সেরা উপহার সেটা বলাই যায়।