ad
ad

Breaking News

লক্ষ্মীপুজো

লক্ষ্মী আরাধনায় ‘কে জেগে আছে’ সেলিব্রিটিরা মেতে ধনদেবীর আরাধনায়

Bengla Jago Desk: দুর্গাপুজোর মাত্র কয়েকদিনের মাথায় বাংলা-জুড়ে ঘরে ঘরে উৎসবের আমেজ। প্রতিটি বাড়িতে পূজিত হচ্ছেন ধন সম্পত্তির দেবী। কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে বাড়ি-ঘর-দালান আলপনা দিয়ে সাজিয়ে তোলার তোড়জোড় শুরু হয় কাকভোর থেকেই। অনেকে আবার ঘর সাজানোর পর্ব সেরে রাখেন আগের দিন। সকাল থেকেই শুরু হয়ে যায় পুজোর পর্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা, ধনদেবীর […]

Bengla Jago Desk: দুর্গাপুজোর মাত্র কয়েকদিনের মাথায় বাংলা-জুড়ে ঘরে ঘরে উৎসবের আমেজ। প্রতিটি বাড়িতে পূজিত হচ্ছেন ধন সম্পত্তির দেবী। কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে বাড়ি-ঘর-দালান আলপনা দিয়ে সাজিয়ে তোলার তোড়জোড় শুরু হয় কাকভোর থেকেই। অনেকে আবার ঘর সাজানোর পর্ব সেরে রাখেন আগের দিন। সকাল থেকেই শুরু হয়ে যায় পুজোর পর্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা, ধনদেবীর আরাধনায় বিন্দুমাত্র ফাঁক রাখতে চান না কেউ। গ্রাম থেকে শহর– সর্বত্র মা লক্ষ্মীর আরাধনা চলে ঘরে ঘরে।

অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়ির লক্ষ্মীপুজো আজ খুব জনপ্রিয়। প্রতিবার মা লক্ষ্মীর মতো সেজে বাড়িতে লক্ষ্মীপুজো করেন। নিজের বাড়ির পুজোর যাবতীয় আয়োজন তিনি নিজের হাতে করেন। প্রতিমাকে নিজের হাতেই সাজান তিনি। অপরাজিতা আঢ্যর এবারের লক্ষ্মীপুজো অন্যবারের তুলনায় একটু আলাদা। সাম্প্রতিককালে লক্ষ্মী কাকিমা এবং কোজাগরী বসু হিসাবে ছোটপর্দায় সাড়া ফেলেছেন অপরাজিতা। তার বাড়ির লক্ষ্মীপুজো তো একটু অন্যরকম হবেই।শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় প্রতিবারের মতো বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করলেন।

পরিবারের সঙ্গে মিলে সমস্ত আয়োজনে সামনে থাকেন সুরজিৎ। সকলের অংশগ্রহণে জমজমাটি হয়ে ওঠে সুরজিতের বাড়ির পুজো।কোজাগরি শব্দের অর্থ কে জেগে আছে? রাতে জেগে থেকে দেবীর আরধানা করাই রীতি। কথিত আছে, এদিন মর্ত্যে নেমে এসে দেবী লক্ষ্মী ভক্তদের আর্শীবাদ করেন। তাই লক্ষ্মী আরাধনায় মেতে ওঠেন সবাই। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরা ধনদেবীর আরধনায় কোনও খামতি রাখেননি।

Free Access