ad
ad

Breaking News

Toofan Box Office Kolkata

Toofan Box Office Kolkata: ওপার বাংলায় ‘তুফান ‘ এ জনজোয়ার, এপার বাংলায় ছবিতে ভাটা

ইদের দিন বাংলাদেশে মুক্তি পেয়েছে রায়ান রাফি পরিচালিত 'তুফান' । এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ওপার বাংলার অভিনেতা শাকিব খান ও এপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।

Box Office Collection Shakib Khan Mimi Chakraborty Starrer Toofan Earns Less Than 10 lakh in 5 days in kolkata

সংগৃহীত

Bangla Jago Desk: ইদের দিন বাংলাদেশে মুক্তি পেয়েছে রায়ান রাফি পরিচালিত ‘তুফান’ । এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ওপার বাংলার অভিনেতা শাকিব খান ও এপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। ওপার বাংলায় ‘তুফান’ ঝড় তুললেও, এপার বাংলায় তার সিকিভাগ প্রভাব ফেলতে পারে নি।

যেখানে বাংলাদেশে এই ছবির টিকিট পেতে  মারামারি লেগে গেছিল। সেখানে উল্টো ছবি দেখা গেল কলকাতার সিনেমা হল গুলিতে। কলকাতার হল গুলিতে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে রায়ান রাফি পরিচালিত ‘তুফান’ । প্রসঙ্গত, শুধু যে এই ছবি বাংলাদেশে রিলিজ হয়েছে তা নয়। এই সিনেমা দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর সহ বেশ কিছু জায়গায় যেখানে বাংলাদেশীরা ছড়িয়ে রয়েছে সেখানে বেশ ভালই প্রতিক্রিয়া ফেলতে পেরেছে এই ছবি।

 

তবে কলকাতার ক্ষেত্রে এই ছবি ব্যতিক্রম দেখা দিল। যদিও বা তুফানের দুটি গান ‘ লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ গান দুটি ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও যথেষ্ট হিট হয়েছে। গানগুলি হিট হলেও সিনেমাটি এপার বাংলায় তার প্রভাব ফেলতে পারেনি। এমনকি এপার বাংলায় ‘তুফান’ এখনো পর্যন্ত কত টাকার ব্যবসা করল তার আনুষ্ঠানিক কোনো ফিগার সামনে আসেনি। সূত্রের খবর প্রথম পাঁচ দিনে ভারতে এই সিনেমা মাত্র ৭ লক্ষ টাকা আয় করতে পেরেছে। ভারত বাদে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য প্রান্তে  এই ছবি প্রায় ৩৫ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে।