ad
ad

Breaking News

বিপাশা বাসু

বডি শেমিংয়ের শিকার বিপাশা! ফ্যাশন শোতে কটাক্ষ কের মুখে অভিনেত্রী !

Bangla Jago Desk: নায়িকা মানেই শরীরে মেদের কোন বালাই থাকবে না। যদি তেমনটা না হয় ধেয়ে আসে নানা মন্তব্য। এবার সেই তালিকায় নাম জুড়ল বিপাশা বসুর।  বহুদিন পর ফ্যাশন শোয়ে দেখা যায় বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে। যে বিপাশা এক সময় ফ্যাশন শোয়ে নজর কাড়তেন, সেই বিপাশা কিন্তু এতদিন পরও ব়্যাম্পে এসে প্রমাণ করলেন, তিনি আছেন […]

Bangla Jago Desk: নায়িকা মানেই শরীরে মেদের কোন বালাই থাকবে না। যদি তেমনটা না হয় ধেয়ে আসে নানা মন্তব্য। এবার সেই তালিকায় নাম জুড়ল বিপাশা বসুর।  বহুদিন পর ফ্যাশন শোয়ে দেখা যায় বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে। যে বিপাশা এক সময় ফ্যাশন শোয়ে নজর কাড়তেন, সেই বিপাশা কিন্তু এতদিন পরও ব়্যাম্পে এসে প্রমাণ করলেন, তিনি আছেন ও থাকবেন।

তবে বিপাশার এই ব়্যাম্পে আগমণ খুব একটা পছন্দ হল না নেটিজেনদের।তবে সাহসী লুকে নায়িকা ধরা দিলেও ফ্যাশন শোয়ের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই বিপাশাকে তীব্র বিদ্রুপ করেন নেটিজেনরা। বরং ফ্যাশন শোয়ের ভিডিও ভাইরাল হতেই বিপাশাকে হাতি বলে কটাক্ষ করলেন নেটিজেনদের একাংশ।

আসলে কন্য়াসন্তান হওয়ার পর বিপাশার শরীরের পরিবর্তন হয়েছে। আগের থেকে অনেকটাই চেহারা ভারী হয়েছে।। আর তা দেখেই বিপাশাকে কটাক্ষ।তবে বিপাশা কোন মন্তব্যকে যে কখনও বিশেষ পাত্তা দেন না তা অভিনেত্রীর আত্মবিশ্বাসী লুক দেখে স্পষ্ট।

Free access