ad
ad

Breaking News

বাঘাযতীন

প্রকাশ্যে ‘বাঘাযতীন’ দ্বিতীয় গান! গানের শেষে চমক দেবের

Bengla Jago Desk: দুর্গা পুজোয় এবার নতুন ছবি বাঘাযতীন নিয়ে হাজির হতে চলেছেন দেব। পরিচালক অরুন রায়ের এই ছবিতে দেবকে দেখা যেতে চলেছে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি দিয়ে একাই বাঘ মেরেছিলেন স্বাধীনতা আন্দোলনের অকুতোভয় সৈনিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেই কারণেই বাঘাযতীন নামে ডাকা হয় তাঁকে। ইতিমধ্যেই এই ছবির দ্বিতীয় গান বাঘা […]

Bengla Jago Desk: দুর্গা পুজোয় এবার নতুন ছবি বাঘাযতীন নিয়ে হাজির হতে চলেছেন দেব। পরিচালক অরুন রায়ের এই ছবিতে দেবকে দেখা যেতে চলেছে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি দিয়ে একাই বাঘ মেরেছিলেন স্বাধীনতা আন্দোলনের অকুতোভয় সৈনিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেই কারণেই বাঘাযতীন নামে ডাকা হয় তাঁকে। ইতিমধ্যেই এই ছবির দ্বিতীয় গান বাঘা বাঘা হে মুক্তি পেয়েছে।

বাঘাযতীন ছবির এই গানে রয়েছে বিশেষ  বিশেষ অ্যাট্রাকশন। কারণ এই ছবির জন্য গান গেয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। গানের ভিজ্যুয়ালে উঠে এসেছে, স্কুলের একটি অনুষ্ঠানে বাচ্ছাদের বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই দেশের বীর যোদ্ধা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে গাওয়া হয়েছে এই গানটি। গানটিেত পারফর্ম করতেও দেখা গেছে শিশুদেরই।

আর শব শেষেই রয়েছে আসল চমক। কারণ গানের শেষেই বাঘাযতীন রূপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেতা তথা প্রযোজক দেব। প্রসঙ্গতদ, বিগত বছর খানেক ধরেই দেবকে দেখা যাচ্ছে একেবারে  নতুন অবতারে পর্দায় ধরা দিতে। নিজের লুক নিয়ে তিনি যেবাবে এক্সপেরিমেন্ট করছেন, তা নিঃসন্দেহে প্রশংশনীয়। এবারও তার ব্যতিক্রম হল না।

Free Access