ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk : রূপমের গানে প্রেম নিবেদন আবিরের। প্রেম নিবেদন করলেন শুভশ্রীকে। তবে তা রিয়েল লাইফে নয়, রিল লাইফে। শীঘ্রই মুক্তি পেতে চলেছে আবির ও শুভশ্রী অভিনীত পরবর্তী ছবি ‘বাবলি’। আগেই মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। এবার মুক্তি পেল ছবির প্রথম গান। যেখানে দেখা যাচ্ছে, রূপম ইসলামের গাওয়া গানে নিজের প্রেম জাহির করছেন আবির। আর সেই গান প্রকাশ্যে আসে রীতিমতো সাড়া ফেলেছে দর্শকমহলে। কয়েক মুহুর্তেই কয়েকশো লাইক, শেয়ার, কমেন্টে ভরিয়েছেন অনুরাগীরা।
[আরও পড়ুন : Shah Rukh Khan: শাহরুখের চোখে অস্ত্রোপচার, কালো চশমা পরে পার্টিতে হাজির কিং খান ]
আগামী ১৫ আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি ‘বাবলি’। সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে রাজ চক্রবর্তী প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ছবির চিত্রনাট্য। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরসেনী মৈত্রকেও। বুদ্ধদেব গুহ-র লেখা বাকি উপন্যাসের তুলনায় এই উপন্যাসটি আকারে ছোট হলেও উপন্যাসের বিষয়বস্তু বেশ রোমাঞ্চকর। গল্পের পরতে পরতে রয়েছে সম্পর্কের টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব। লেখকের লেখনী অনুযায়ী বাবলি দেখতে সেরকম সুন্দরী নয়। তাঁর গায়ের রং সেরকম ফর্সা নয়, শরীরের গঠনও মোটা। অন্যদিকে গল্পের নায়ক অভি ওরফে অভিরূপ দেখতে সুন্দর, সুঠাম চেহারার অধিকারী যাকে বলা যায় পার্ফেক্ট সুপুরুষ। স্বভাবে বেশ মেধাবী এবং নিজেকে সকলের থেকে একটু আলাদা রাখতেই পছন্দ করে।
[আরও পড়ুন : Aishwarya Rai Bachchan: অভিষেক, আরাধ্যাকে ছেড়ে দেশের বাইরে কোথায় গেলেন ঐশ্বর্য? ]
বুধবারই রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রথম গান ‘ভালোবেসে ফেলেছি তোমায়’ গানটি পোস্ট করেছেন। গানটি গেয়েছেন রূপম ইসলাম এবাং গানটির কথা লিখেছেন সৈকত কুন্ডু ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটির সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন ইন্দদ্রদীপ দাশগুপ্ত।