চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk, Barsa Sahoo : অরিজিৎ! নামটা বললেই সবার প্রথমে মাথায় আসে অত্যন্ত শান্ত সভাবের, ভদ্র, নম্র, চরিত্রবান পুরুষ। এমনিতে খুব একটা রাগেন না তিনি। সব সময় যেন ঠান্ডা ঠান্ডা কুল কুল। তবে এবার একেবারে বিপরীত! মাথা ঠান্ডা রাখতে পারলেন না জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। মঞ্চে দাঁড়িয়েই ভক্তকে সামলে যেতে বললেন তিনি।
[ আরও পড়ুন : নিস্তব্ধ জঙ্গলের নিবিড়তা সাকাম বনভূমি ]
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি একের পর এক কনসার্ট করতে ব্যস্ত অরিজিৎ সিং। সেই কনসার্ট-এর ভিডিয়োগুলিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এবার বার্মিংহামে অনুষ্ঠিত হওয়া একটি কনসার্টের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং- এর গানের মাঝেই এক দর্শক নানারকম অঙ্গভঙ্গি করতে থাকেন। ভক্তর এহেন আচরনে যথেষ্ট বিরক্ত হন শিল্পী। এরপর হঠাৎই অরিজিৎকে ইশারায় বলতে শোনা যায়, চুপচাপ বসে যাও, নাহলে মার খাবে!
View this post on Instagram
বেশ কয়েকদিন হল অরিজিৎ সিং আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে গান বেঁধেছিলেন। সেই গান এরপর বেশ ভইরাল হয়। অনেকে প্রতিবাদের ময়দানে এই গানকেই অস্ত্র বলে বেছে নেন। রাত দখল অভিযানে মুখরিত হয়ে ওঠে মহানগর। এবার সেই গান গাওয়ার অনুরোধ এল এক লন্ডনবাসীর কাছ থেকে!
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, লন্ডনের কনসার্টে একটার পর একটা গান গাইছেন অরিজিৎ সিং। এরপর হঠাৎই সেই কনসার্টের দর্শকদের মধ্যে একজন গায়কের কাছে আর কবে গানটি গাওয়ার অনুরোধ করেন। সঙ্গে সঙ্গে অরিজিত উত্তরে বলেন, ”ভাই এটা এ সবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওই গান আমার শিল্প। এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও।”
‘উই আর অরিজিতিয়ানস’ নামে একটি ফেসবুক পেজ রয়েছে। যেখানে ‘আর কবে’ গানের ভিডিয়ো পোস্ট করা হয়। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, অরিজিতের একটি ছবি সামনে ভেসে উঠছে। আর তার নেপথ্যে শোনা যাচ্ছে একটি গান। গানটি…. “…এ ব্যাথা আমার, নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান…”
[ আরও পড়ুন : Govinda: আপাতত স্থিতিশীল গোবিন্দা, কবে বাড়ি ফিরবেন অভিনেতা? ]
যদিও ‘উই আর অরিজিতিয়ানস’ নামেরই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এর আগে অরিজিতের একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। যেখানে গায়ককে বলতে শোনা যাচ্ছে, “(রাস্তায়) নেমে গেলেই তো আর হল না। সবাই নামছে তো। আছি আমরা সবাই। নেমে বিশৃঙ্খলা না হয়ে যায়। হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ একটা যদি ভাবে সুযোগ নেবে, সুযোগ নিতেই পারে। যাঁরা তোমাদেরকে রাগাচ্ছে তোমরা রেগে যেও না। ওরাও কোথাও একটা দুঃখ পেয়ে বলছে। অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। ১০-১৫ বছর আগে হলে ভাবতে হত না। তোমাদের মতো স্বাধীনতা আমার নেই। আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না। যে রকমভাবে তোমরা বিচরণ কর, রাস্তায় আমি তো পারি না। এই দ্যাখো ভিডিওতে কেসরিয়া কেসরিয়া… সব সময় কেসরিয়া হয় না…আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়ই বেশি হবে।”
সোমবার রাতে সোশাল মিডিয়ায় তারকাকে নাকি বলতে শোনা যায়, ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।’ তিনি নাকি আরও বলেছেন, ‘একজন নেতাজি, একজন স্বামী বিবেকানন্দকে দরকার, নেতৃত্ব দেওয়ার জন্য।’