ad
ad

Breaking News

Arbaaz-Sura

বাবা-মা হওয়ার গুঞ্জন আরও বাড়িয়ে ডাক্তারের কাছে আরবাজ-সুরা

সম্প্রতি তারকা দম্পতি ক্যামেরাবন্দি হয়েছেন এক ক্লিনিকের সামনে। আর তাতেই একে এক দুই করেছেন নেটিজেনদের একাংশ।

Arbaaz and Sura visit doctor, further fueling rumours of becoming parents

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: খান পরিবারে খুশির জোয়ার। ঘরে আসছে নতুন সদস্য। বাবা-মা হতে চলেছেন আরবাজ খান ও সুরা! বিগত কিছু সময় ধরে বলিউডে ঘুরপাক খাচ্ছে এই গুঞ্জন। তবে এখনো কারোর তরফেই সিলমোহর দেওয়ার হয়নি এই সুখবর। তবে নতুন করে এই খবরে জল্পনা বাড়ালেন আরবাজ-সুরা। সম্প্রতি তারকা দম্পতি ক্যামেরাবন্দি হয়েছেন এক ক্লিনিকের সামনে। আর তাতেই একে এক দুই করেছেন নেটিজেনদের একাংশ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pinkvilla (@pinkvilla)

সম্প্রতি আরবাজgকে দেখা গিয়েছে তাঁর স্ত্রী সুরাকে আগলে হাত ধরে নিয়ে হাঁটতে। ক্যামেরায় চোখ পড়তেই খানিক নড়েচড়ে বসলেন তাঁরা।সুরা চেকআপের জন্যই এসেছিলেন বলে অনেকের ধারণা। এই প্রথম নয় এর আগে ইদের পার্টিতে স্ত্রী সুরা খানকে নিয়ে হাজির আরবাজ। সেইসময় সুরাকে রীতিমতো ক্যামেরার থেকে আড়াল করেছিলেন আরবাজ।

এমনকি সুরার পোশাকও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন বাড়িয়েছে বেশ খানিকটা। তারপর এবার ক্লিনিকের বাইরে দুজনের ক্যামেরাবন্দি হওয়া গুঞ্জন বাড়িয়েছে আরও কয়েক গুণ। এখন দেখার গুঞ্জন সত্যি করে কবে নিজেদের বাবা-মা হওয়ার খবর সামনে আনেন তারকা দম্পতি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে মুম্বইয়ের বান্দ্রায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সুরা আরবাজের দ্বিতীয় স্ত্রী। অভিনেত্রী মালাইকা অরোরা তাঁর প্রথম স্ত্রী। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে ইতি টেনে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় দুজনের। আরবাজ ও মালাইকার এক ছেলেও রয়েছে। এবার দ্বিতীয় বিয়ের পর দ্বিতীয় বার বাবা হচ্ছেন আরবাজ! এখন দেখার এই গুঞ্জন সত্যি করে কবে সুখবর দেন আরবাজ-সুরা।