ad
ad

Breaking News

Anushka Sharma

Anushka Sharma: অনুষ্কার জীবনে বড় পরিবর্তন! দেশে ফিরে ভামিকাকে নিয়ে কী বললেন নায়িকা?

এই মুহূর্তে অভিনেত্রীর কোনও নতুন ছবির ঘোষণা হয়নি। শেষ তিনি শুটিং করেছিলেন ‘চাকদা এক্সপ্রেস’ ছবির।

Anushka Sharma Shares how her daughter Vamika's one habit affected her in a positive way

চিত্র : সংগৃহীত

Bangla Jago  Desk : বুধবার দেশে ফিরলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। অভিনেত্রীকে বহু দিন বাদে এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়ে ছিলেন অনুরাগী। ছেলে অকায়ের জন্মের পর সেভাবে ক্যামেরার সামনে দেখা যায়নি অভিনেত্রীকে। মেয়ে ভামিকা এবং ছেলে অকায়কে নিয়ে বর্তমানে সুখের সংসার বিরাট – আনুষ্কার। তবে জন্মের পর থেকেই সন্তানদের লাইমলাইট থেকে দূরে রেখেছেন বিরুস্কা। অনুষ্কা দ্বিতীয় সন্তানের জন্মের আগে থেকেই লন্ডনে চলে যান। দ্বিতীয় সন্তানের জন্মও হয় বিদেশে। মাঝখানে গুঞ্জন উঠেছিল বিরাট – অনুষ্কা সপরিবারে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেছে। এরই মাঝে দেশে ফিরেছেন অভিনেত্রী। তাঁকে ঘিরে অনুরাগীদের মধ্যে উচ্ছাস দেখার মত কারণ আর পাঁচটা অভিনেত্রীর মত তাকে কাছে পাওয়া যায় না। রয়েছে অনেক প্রশ্ন। অভিনেত্রীকে সামনে পেতেই একের পর এক প্রশ্ন ভাগ করে নিলেন।

[ আরও পড়ুন : ‘কন্যাশ্রী’ ও ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের কথা টেনে আরজি কর কাণ্ডে কড়া বার্তা দেবের ]

 ছেলে-মেয়েকে নিয়ে কী ভাবে সময় কাটান তাঁরা?তাঁদের প্রতি দিনের রুটিন ঠিক কী? অনুষ্কা বলেন “বেশিরভাগ সময় আমি আর আমার মেয়েই একসঙ্গে থাকি। ও বিকেল সাড়ে ৫টার সময় রাতের খাবার সেরে নেয়। সেই অনুযায়ী আমারও অভ্যাস হয়ে গিয়েছে। প্রথম প্রথম খুব অসুবিধা হত। তবে এখন মনে হয় এই অভ্যাস জীবনকে আরও পজিটিভ করে তুলেছে। ঘুম ভাল হয়। শরীর সুস্থ থাকে। নিজেকে অনেক বেশি তরতাজা লাগে। আর হাতে অনেকটা বেশি সময় পাওয়া যায়।” পাশাপাশি বিরাটকে নিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্ন হাসি মুখে এড়িয়ে যায় অনুষ্কা। জানা গিয়েছে মেয়ে ভামিকা এবং ছেলে অকায়কে নিয়ে বাড়িতেই আছেন বিরাট।

[ আরও পড়ুন : Bangladesh: অস্বস্তিতে শেখ হাসিনা, দায়ের হল আরও ছয়টি হত্যা মামলা ]

উল্লেখ্য এই মুহূর্তে অভিনেত্রীর কোনও নতুন ছবির ঘোষণা হয়নি। শেষ তিনি শুটিং করেছিলেন ‘চাকদা এক্সপ্রেস’ ছবির।