ad
ad

Breaking News

অরিজিতের গান

সতরঙ্গা’র সুরে মন কাড়লেন অরিজিৎ

Bengla Jago Desk: যেখানে সবচেয়ে বেশি প্রত্যাশা সেখানেই সবচেয়ে বেশি ব্যথা। ভাঙা মনের যন্ত্রণা। তাতেই নিবিড় চুম্বন। ‘অ্যানিম্যাল’-এর দ্বিতীয় গানে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার অনস্ক্রিন রসায়ন এভাবেই ক্যামেরার সামনে ধরা পড়ল। আর নিজের কণ্ঠের জাদুতে ফের একবার মুগ্ধ করলেন অরিজিৎ সিং। ১১ অক্টোবর প্রকাশ্যে আসে ‘অ্যানিম্যাল’-এর প্রথম গান ‘হুয়া ম্যায়’। তাতে বন্য প্রেমের আনন্দে […]

Bengla Jago Desk: যেখানে সবচেয়ে বেশি প্রত্যাশা সেখানেই সবচেয়ে বেশি ব্যথা। ভাঙা মনের যন্ত্রণা। তাতেই নিবিড় চুম্বন। ‘অ্যানিম্যাল’-এর দ্বিতীয় গানে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার অনস্ক্রিন রসায়ন এভাবেই ক্যামেরার সামনে ধরা পড়ল।

আর নিজের কণ্ঠের জাদুতে ফের একবার মুগ্ধ করলেন অরিজিৎ সিং। ১১ অক্টোবর প্রকাশ্যে আসে ‘অ্যানিম্যাল’-এর প্রথম গান ‘হুয়া ম্যায়’। তাতে বন্য প্রেমের আনন্দে বিভোর ছিল রণবীর-রশ্মিকার চরিত্র।

তেমনই সুর রচনা করেছিলেন প্রীতম। তাঁর সঙ্গে গানটি গেয়েছিলেন রাঘব চৈতন্য। এবারের গানে বিরহের সুর। আর তাতে শ্রেয়াস পুরাণিকের সুরে গান গেয়েছেন অরিজিৎ।

Free Access