চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: অনন্যা পাণ্ডে বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন খুব অল্প সময়েই। অভিনয়জীবনের শুরুতেই ‘নেপো কিড’ বলে কটাক্ষ শুনতে হলেও, সময়ের সঙ্গে সেইসব অভিযোগকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। নানা ঘরানার ছবিতে অভিনয় করে প্রমাণ করেছেন, তিনি শুধু স্টারকিড নন, একজন প্রতিভাবান অভিনেত্রীও।
View this post on Instagram
সিনেমার পর্দায় অনন্যা যতটা সাহসী, বাস্তব জীবনেও ততটাই আত্মবিশ্বাসী। আর সেই আত্মবিশ্বাসই এবার তাঁকে পৌঁছে দিল আন্তর্জাতিক এক নতুন শিখরে। বিশ্বের অন্যতম নামী ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ড শ্যানেল অনন্যাকে বেছে নিয়েছে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে।
এই সম্মান আগে আর কোনো ভারতীয় তারকার কপালে জোটেনি। সেই দিক থেকে দেখলে, অনন্যাই হলেন প্রথম ভারতীয়, যিনি শ্যানেল-এর এই ভূমিকায় নিযুক্ত হলেন।
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন অভিনেত্রী। নিজেও উচ্ছ্বাস গোপন করেননি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে লিখেছেন, “এটা যেন আমার স্বপ্ন পূরণ হওয়ার মতো। এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত এবং রোমাঞ্চিত।”
শ্যানেলের বিবৃতিতে বলা হয়েছে, “অনন্যা এমন একজন মুখ, যিনি নিজের স্টাইল, আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনায় নতুন প্রজন্মকে প্রভাবিত করছেন। তাঁর দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের ব্র্যান্ডের মূল চিন্তা মেলে। তাই তাঁকেই বেছে নেওয়া হয়েছে।”
এর আগে প্যারিস ফ্যাশন উইকে র্যাম্পে হেঁটে নজর কাড়েন অনন্যা। আর এবার শ্যানেলের বিজ্ঞাপনী মুখ হয়ে নিজেকে পৌঁছে দিলেন এক অন্য উচ্চতায়। বলিউড পেরিয়ে এবার তাঁর যাত্রাপথ আন্তর্জাতিক অঙ্গনে।