Bangla Jago TV Desk : খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির কন্যা ইরা। গত বছর নভেম্বর মাসে বাগনান সেরে রেখেছিলেন এই সেলেব কন্যা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তারকা কন্যার প্রাক বিবাহ অনুষ্ঠান। কেলভান অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই প্রাক বিবাহ অনুষ্ঠান। ফিটনেস কোচ নূপুর শিখরেকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন আমির কন্যা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এরা বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে তাকে দেখা যাচ্ছে ফুলের সাজে। ২০২৪ সালের শুরুতেই জানুয়ারি মাসে বিয়ে হওয়ার কথা ছিল ইরা আর নূপুরের। তা ঠিক ২ মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে খান পরিবারের বিয়ের মেজাজ। এদিন ইরার পরনে ছিল সোনালী পারের লাল শাড়ি। সঙ্গে কালো রঙের স্লিভলেস ব্লাউজ। কপালে রয়েছে লাল টিপ। সাথেই গলায় কানে মাথায় রয়েছে ফুলের অলংকার। সোশ্যাল মিডিয়াতে ইরার শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে নুপুরের গালে আদরের চুম্বন এঁকে দিচ্ছেন তিনি। আপাতত জানা যাচ্ছে মুম্বাইতে ৩রা জানুয়ারি আইনি বিয়েটা হবে তাঁদের। তারপর ৮ থেকে ১০ই জানুয়ারিতে তিন দিনের রাজকীয় অনুষ্ঠান হবে রাজস্থানে। মেহেন্দি থেকে সংগীত হলদি বিয়ে সবটাই হবে মহাসমারহে। তবে জানা যাচ্ছে এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন শুধু বর এবং কনের পরিবার আর কাছের বন্ধুরাই। প্রসঙ্গত এরা তার বাবার মত পর্দার সামনে নয় পর্দার পেছনে কাজ করতে বেশি আগ্রহী। বেশ কয়েক বছর আগে থেকেই নাটক পরিচালনা করছেন তিনি। একই সাথে আবার আমির খান এবং সুস্মিতা সেন এর মত তাবড় তাবড় অভিনেতাদের ফিটনেস কোচ নূপুর।
FREE ACCESS