চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk :মুম্বইয়ে এখন উৎসবের মেজাজ। উপলক্ষ্য অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে। আম্বানিদের অ্যান্টিলিয়ায় তাই সাজো সাজো রব। বুধবার মুম্বইয়ের অ্যান্টিলিয়ায় শিব শক্তি পুজোর আয়োজন করেছিলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। আর এই পুজোতে একেবারে চাঁদের হাট বসেছিল। কারা ছিলেন না সেখানে, রণবীর সিং থেকে শুরু করে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, সঞ্জয় দত্ত-সহ বহু বলিউড তারকা।
[ আরও পড়ুন : Kolkata: ৬০০০ দুষ্প্রাপ্য পুঁথি ডিজিটাইজেশানের উদ্যোগ ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ]
ধনকুবেরের ছেলের বিয়ে বলে কথা। সেলিব্রেশন তো একটু গ্র্যান্ড লেভেলেরই হবে। বিয়ের আগে থেকেই সেই গ্র্যান্ড সেলিব্রেশনের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। গুজরাট থেকে ইটালি আন্তর্জাতিক স্তরেও সেই সেলিব্রেশন পৌঁছেছে। আর ইতিমধ্যেই মুম্বইতে শুরু হয়ে গিয়েছে বিয়ের শেষ পর্যায়ের সেলিব্রেশন। তবে অনুষ্ঠানের মধ্যেও হয়েছে অনুষ্ঠান! ভাবছেন কীভাবে? হ্যাঁ, বুধবার আম্বানি পরিবারে ছিল শিব শক্তি পুজো। আর তাতে উপস্থিত হয়েছিলেন বহু বলি তারকা।
কৈলাশ খের
এদিন আম্বানিদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাশ খের। পরনে ছিল নীল কুর্তা এবং বেইজ প্যান্ট । সঞ্জয়কে দেখতে পাওয়া গেল কলার লাগানো সাধারণ ক্রিম কুর্তা-পাজামা সেট।
রণবীর সিং
আম্বানিদের অনুষ্ঠানে ক্রিম এবং সোনালি রঙের কুর্তা-পাজামা পরে একেবারে রাজকীয় বেশে উপস্থিত ছিলেন রণবীর সিং। চুল ছিল উঁচু করে বান করা আর পায়ে ছিল ম্যাচিং জুতো।
[ আরও পড়ুন : Kolkata: ৬০০০ দুষ্প্রাপ্য পুঁথি ডিজিটাইজেশানের উদ্যোগ ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ]
অনন্যা পান্ডে
এক্কেবারে যেন বেগুনি পুতুল! অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বাড়ির পুজোতে খোলা চুলে বেগুনি ও সোনালি রঙের লেহেঙ্গা সেটে অনন্যাকেও দারুণ দেখাচ্ছিল।
জাহ্ণবী কাপুর
এদিন শিখর পাহাড়িয়ার সাথে অনন্ত রধিকার ওয়েডিং ফাংশনে হাজির হয়েছিলেন জাহ্ণবী কাপুর। বেগুনি রঙের ল্যাহেঙ্গা- তে তাঁকে দেখতে অসাধারন লাগছিল।
প্রসঙ্গত, আগামী ১২ জুলাই মুম্বইতে আম্বানিপুত্রের বিয়ের আসর বসবে। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে হবে বলে জানা গিয়েছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি।