ad
ad

Breaking News

Rahool-Federation conflict

Rahool-Federation conflict: পরিচালকদের কর্ম বিরতি, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলা সিনেমা-ধারাবাহিকের শ্যুটিং

কোন ভাবেই যেন জট কাটছে না রাহুল কাণ্ড। শনিবার দিন সব ডিরেক্টররা এক সাথে হলেও টলি পাড়ায় আসে নি টেকনিশিয়ানরা। যার কারণ বসত সোমবার পর্যন্ত কর্ম বিরতির ডাক দেন পরিচালকরা

All Bengali directors are going on strike from July 29

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: কোন ভাবেই যেন জট কাটছে না রাহুল কাণ্ড। শনিবার দিন সব ডিরেক্টররা এক সাথে হলেও টলি পাড়ায় আসে নি টেকনিশিয়ানরা। যার কারণ বসত সোমবার পর্যন্ত কর্ম বিরতির ডাক দেন পরিচালকরা। এই বিষয়ে রবিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে ডিরেক্টর্স গিল্ড এ খবর জানিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে লেখা আছে , “অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরি সমিতি আগামীকাল ২৯ জুলাই থেকে যত দিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে তত দিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।এছাড়া বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়”।

[ আরও পড়ুন: Akash’s Talent Hunt: আকাশের ট্যালেন্ট হান্ট পরীক্ষা ANTHE]

 সূত্রের খবর অনুযায়ী রবিবার সকাল থেকেই ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা বিষয়টি নিয়ে  একাধিক বার আলোচনায় বসেন। সেই আলোচনায় জানানো হয় “শনিবার, ২৭ জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিয়োতে ছিল। ফেডারেশনের আওতাভুক্ত কলাকুশলীরা সেই শুটিংয়ে উপস্থিত হননি সেইখানে । ফলে শুটিং করাই যায়নি। এবং ওখানে উপস্থিত পরিচালক, অভিনয়শিল্পী সকলে অপমানিত হন।” বর্তমানে রাহুলের একটি ছবির কাজ শুরু হয়েছে। কিন্তু কলাকুশলীরা রাহুলকে নির্দিষ্ট ছবির পরিচালক হিসেবে মেনে না নিলে, তাঁর সঙ্গে শুটিং করতে রাজি না হলে পরিচালকেরা ২৯ জুলাই অর্থাৎ সোমবার থেকে অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছেন।

[ আরও পড়ুন: Bengal Rice Conclave: বেঙ্গল রাইস কনক্লেভ এর উদ্যোগে বেঙ্গল রাইস কনক্লেভ অনুষ্ঠিত হয়ে গেল]

তারা জানিয়েছেন মীমাংসা না হওয়া পর্যন্ত এই অবস্থান থেকে তাঁরা নড়বেন না। এই বিষয়ে রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনীক দত্ত, অতনু ঘোষ, দেবালয় ভট্টচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ তারকারা জানিয়েছেন “আমরা মনে করি, ফেডারেশন একটি ইন্ডাস্ট্রির  একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। ভুলভ্রান্তি, সমস্যা যাই হয়ে থাক, তার সমাধান না করে কাউকে জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। বিশেষত, ভুল বোঝাবুঝি থেকে আমাদের ডিরেক্টর্স গিল্ড রাহুল মুখোপাধ্যায়ের উপর আরোপিত কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যে ভাবে বাকি গিল্ডের কলাকুশলীরা অসহযোগিতার পথে হেঁটেছেন তা শুধু রাহুলের জন্য নয়, আমাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক। আমাদের এই সিদ্ধান্তের ফলস্বরূপ আগামীতে যদি মাধ্যম নির্বিশেষে কোনও পরিচালক কোনও রকম সমস্যার মুখে পড়েন, তার পাশে সমস্ত পরিচালকরা দাঁড়াবেন, সেই অঙ্গীকারও আমরা করছি।”