ad
ad

Breaking News

Bhoot Bangla

এক ফ্রেমে অক্ষয়-যীশু, আসছে ‘ভূতবাংলো’

এই ছবি দিয়েই ১৪ বছর পর একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার ও প্রিয়দর্শন।

Akshay-Jesus in one frame, 'Bhootbanglo' is coming

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: বলিউডে বরাবরই হিট হরর কমেডি ঘরণার ছবি। সেই ‘ভুল ভুলাইয়া’ থেকে শুরু করে গত বছরে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’ বা ‘ভুল ভুলাইয়া’ বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে। সেই রেশ ধরেই বলিউডে আসছে আরো এক হরর কমেডি ঘরণার ছবি ‘ভূতবাংলো’। ছবির ঘোষণা অনেক আগেই করছিলেন নির্মাতারা।

এই ছবি দিয়েই ১৪ বছর পর একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। ইতিমধ্যেই ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে। তবে ‘ভূতবাংলো’ ছবিতে রয়েছে বঙ্গ যোগ। কিভাবে? আসলে এই ছবিতে দেখা যেতে চলেছে অভিনেতা যীশু সেনগুপ্তকেও। সূত্রের খবর, ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেন যীশু।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tabu (@tabutiful)

‘ভূতবাংলো’ ছবির বেশিরভাগ শুটিং হবে কেরালা, শ্রীলঙ্কা এবং গুজরাতে। ছবিতে ফুটে উঠবে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাযাদু। সম্প্রতি তাব্বু তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করেছেন। সেই ছবিতে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমরা এখানে বন্দি।’

আর এই পোস্টেই দেখা মিলিয়েছে যীশুর। আসলে যীশুর নাম মেনশন করেছেন তাব্বু। রবিবার থেকেই শুরু হয়েছে ‘ভূতবাংলো’ ছবির শুটিং। এই হরর কমেডিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে, তাব্বু, যীশু সেনগুপ্ত, ওয়ামিকা গাব্বিকেও। এখন দেখার ১৪ বছর পর অক্ষয়-প্রিয়দর্শন জুটি বক্স অফিসে কতটা কামাল করতে পারে।