ad
ad

Breaking News

Ajay Devgn

Maidaan: এবার ভারত জোড় যাত্রায় অজয় দেবগন

অজয় দেবগন অভিনীত ময়দান ছবিটি লোকসভার নির্বাচনের পরে আত্মপ্রকাশ করে।

Ajay Devgn goes on his own Bharat Jodo Yatra

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: অজয় দেবগন অভিনীত ময়দান ছবিটি লোকসভার নির্বাচনের পরে আত্মপ্রকাশ করে। অমিত রবীন্দরনাথ শর্মা পরিচালিত ময়দান ছবিতে সৈয়দ আব্দুল রাহিম নামের একজন প্রভাবশালী ফুটবল কোচ হিসেবে অভিনয় করেছেন বলিউডের খ্যাতনামা অভিনেতা অজয় দেবগন। যিনি ভারতীয় ফুটবল দলকে ১৯৫০ থেকে ৬০ এর দশকে একটি স্বর্ণযুগ উপহার দিয়েছেন। এই সময়ের মধ্যে ভারতীয় ফুটবল অলিম্পিক এবং এশিয়ান গেমসে নিজেদের স্বাক্ষর রেখেছে। কিন্তু এই দল গড়ার জন্য তিনি সারা ভারত ঘুরেছিলেন। গোটা ভারত ঘুরে সব জায়গা থেকে তৈরি করেছিলেন ভারতীয় ফুটবল দলের প্লেয়ারদের। কিন্তু বারবার তাকে ধাক্কা খেতে হয় বিভিন্ন সরকারি আমাদের কাছে। যারা মিডিয়াকে নিজের হাতের মুঠোয় রেখে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন।

তার ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে বের করে দেওয়া হয়েছিল ফুটবলের প্রতিষ্ঠানটি থেকে। ১৯৫২ সালের অলিম্পিক্স – এ যুগোস্লাভিয়ার কাছে পরাজয় স্বীকার করতে হয় ভারতকে। এই সময় তিনি ঘোষণা করেছিলেন সত্যিকারের ভারতীয় ফুটবল টিম। তৈরি করার জন্য তিনি ভারতজুরু যাত্রা করবেন। আর এই যাত্রার মধ্যে থেকেই তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে এনেছেন তাবড় তাবড় ফুটবল প্লেয়ারদের। একজন দলিত শ্রেণীর ব্যক্তি যে চা বিক্রি করে সে অন্য যেকোনো কারোর থেকে ড্রিবলর সবথেকে ভালো করে। আরেকজন রয়েছেন যিনি সর্দার। রয়েছেন একজন বাঙালি, যে ফুটবলকে এত জোরে ছোটাতে পারে যে দেখলে মনে হবে জলের মধ্যে গর্ত হয়ে যাচ্ছে। এছাড়াও এই ভারতীয় দলে রয়েছেন আরো অনেকেই। এই ছবিতে রহিমের প্রধান প্রতিপক্ষ রায় চৌধুরী নামের একজন সাংবাদিক। যিনি রহিমের উপর রীতিমতো ক্ষুদ্র ছিলেন। সে নানানভাবে রহিমের সাথে অত্যাচার করতে শুরু করে। নিজের সংবাদপত্রে বিভিন্ন মানহানিকর নিবন্ধ লেখেন রহিমকে কেন্দ্র করে। এই নিয়ে এগিয়ে চলে ময়দান ছবির গল্প। এই গল্প আপনাকে বোঝাবে যে সঠিক পথে চললে তবেই জীবনের সবথেকে বড় বাধা গুলো আপনার সামনে এসে দাঁড়াবে।

আর এই গল্পটি কোথাও গিয়ে রাহুল গান্ধীর সাথে অনেকটা মিলে যায়। কারণ একটা সময় ছিল যখন রাহুল গান্ধীকে এমপি হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল এবং বার করে দেওয়া হয়েছিল সংসদ ভবন থেকে। বলা হয়েছিল সাংসদ হওয়ার যোগ্য নন তিনি। আর এই সমস্ত কিছুই চলেছে গণতান্ত্রিক প্রক্রিয়ার ছদ্মবেশে। এদিকে ময়দান ছবি রিলিজ এর আগেই রাহুল গান্ধীর ভারতজোড়া যাত্রা দেখেছি সকলেই। আর সেটাই যেন ময়দান ছবির গল্প কে অনেক বেশি একত্রিত করে ভারতীয় যাত্রার সাথে। কোথাও গিয়ে দুটো লড়াই যে একই হতে পারে তার প্রমাণ পাওয়া যায়।