ad
ad

Breaking News

ঐন্দ্রিলা শর্মা

ঐন্দ্রিলার প্রথম মৃত্যুবার্ষিকী! আবেগী সৌরভ দাস

Bangla Jago Desk: একটা বছর পার হয়ে গেল না ফেরার দেশে পাড়ি দিয়েছেন টলিপাড়ার লড়াকু ‘অভিনেত্রী’ ঐন্দ্রিলা শর্মা। টানা ১৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে গত বছরের ২০ নভেম্বর চিরবিদায় নিয়েছিলেন তিনি। আজ সেই ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকী। আর সেইদিন থেকেই ঐন্দ্রিলার সব্যর খেয়াল রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বন্ধু সৌরভ দাস। সৌরভ দাস বলেন, “ঐন্দ্রিলার সঙ্গে […]

Bangla Jago Desk: একটা বছর পার হয়ে গেল না ফেরার দেশে পাড়ি দিয়েছেন টলিপাড়ার লড়াকু ‘অভিনেত্রী’ ঐন্দ্রিলা শর্মা। টানা ১৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে গত বছরের ২০ নভেম্বর চিরবিদায় নিয়েছিলেন তিনি। আজ সেই ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকী। আর সেইদিন থেকেই ঐন্দ্রিলার সব্যর খেয়াল রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বন্ধু সৌরভ দাস। সৌরভ দাস বলেন, “ঐন্দ্রিলার সঙ্গে আমার খুব একটা বন্ধুত্বটা হয়নি। তবে ঐন্দ্রিলা যে ফাইটার তা জানতাম আমি। আমার মাও বলত একই কথা। ওর সঙ্গে আমার বন্ধুত্বটা জমল যখন সব্যসাচী আর আমি ক্যাফেটা করলাম”।

ঐন্দ্রিলাকে হাসপাতালে ভর্তি করার পর সবসময়ের জন্য ছায়াসঙ্গী হয়ে ছিলেন সব্যসাচী। তবে বিবাহ অভিযানের শ্যুটিংয়ের জন্য ১৪ তারিখ বেরোতে হয়েছিল অভিনেতা সৌরভকে। ফলে ঐন্দ্রিলার মৃত্যুর সময় আর তাঁর পাশে থাকতে পারেননি তিনি। আর সেটাই ছিল তার জীবনে সবচেয়ে বড় আফশোস। আসলে অভিনেতা বিশ্বাস করতেন যে ঐন্দ্রিলা যেমন বারবার ফাইট করে ফেরত আসেন তেমনই আসবেন। সৌরভের কথায়, ‘১৪ দিন হাসপাতালে ছিলাম সব্য, আমি ও আমাদের এক বন্ধু। হাসপাতাল কর্তৃপক্ষ একটা ঘর দিয়েছিল। তিনটে সোফা ছিল। রাতে সেখানে শুয়ে থাকতাম।

আমি ক্যাফে থেকে ফেরার সময় খাবার নিয়ে যখন আসতাম অনেক সময় দেখতাম সব্য ওয়েটিং রুমে নেই। ও পাঁচতলায় একটা ছোট্ট টুলে বসে রয়েছে। ভেতরে মিষ্টি। আমি গেলেই বাচ্চাদের মতো বলে উঠত, জানিস সৌরভ আজ আমার আঙুলটা মুভ করেছিল। মানুষ চাঁদে যাচ্ছে। মহাকাশে যাচ্ছে। আরও কত কিছু করছে। কিন্তু, একটা আঙুল নাড়া মানে যে কতটা প্রাপ্তি তা সেদিন বুঝতে পেরেছিলাম।’ ঐন্দ্রিলার মৃত্যুর পর সৌরভ দাস একটি গান গেয়েছিলেন। তিনি বলেন, ‘ঐ গানটা আমি এখনও গাইতে পারিনা। ঐ গানটা আমার জন্য খুবই বেদনাদায়ক।’ ঐন্দ্রিলা শর্মা একজন প্রতিভাবান অভিনেত্রী ছিলেন। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতের একটি বড় ক্ষতি হয়েছে। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বন্ধু সৌরভ দাসের স্মৃতিচারণ তার স্মৃতিকে আরও উজ্জ্বল করে তুলেছে।

Free Access