ad
ad

Breaking News

Hina Khan

Hina Khan: মেঝেতে বালিশে ছড়িয়ে মুঠো মুঠো চুল! বড়ো পদক্ষেপ ক্যান্সার আক্রান্ত হিনা খানের

পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে নিজের চুল নিজের হাতে কেটে ফেলেছিলেন হিনা খান। এই কাজটা খুব একটা সহজ ছিল না, তবুও নিজেকে শক্ত রেখে কাজ সেই কাজটা করেছিলেন তিনি

Actress Hina Khan decided to go bald and shares a video on her Instagram

সংগৃহীত

Bangla Jago Desk: ক্যান্সারের থার্ড স্টেজে রয়েছে হিনা খান। চলছে তার কেমোথেরাপি। কেমোথেরাপি চলার ফলে স্বাভাবিকভাবেই চুল উঠে যাবে। তাই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে নিজের চুল নিজের হাতে কেটে ফেলেছিলেন হিনা খান। এই কাজটা খুব একটা সহজ ছিল না, তবুও নিজেকে শক্ত রেখে কাজ সেই কাজটা করেছিলেন তিনি।এমনকি সেই চুল কাটার ভিডিয়ো নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন।প্রসঙ্গত মাস কয়েক আগে তিনি নিজেই জানিয়েছিলেন তার এই রোগের বিষয়ে।

[ আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে তীরন্দাজিতে অঙ্কিতা-ধীরাজ জুটির জয়, কোয়ার্টার ফাইনালে ভারত]

এমনকি মারণ রোগের সঙ্গে লড়াইয়ের নানা পর্ব সমাজমাধ্যমে তুলে ধরছেন হিনা। তিনি বহুবার জানিয়েছেন তার একটাই উদ্দেশ্য, ক্যানসার আক্রান্ত মানুষদের মনের জোর বাড়ানো। ঠিক সেই মতোই এবার নিজের মাথার চুল সম্পূর্ণ কেটে উড়িয়ে দিলেন। আর  সেই ভিডিয়ো শেয়ারও করলেন। সেই ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী জানান এই চুল উঠে যাওয়ার বিষয়টি যথেষ্ট বেদনা দায়ক। তাই একেবারে মাথার সব চুল কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে মুঠো মুঠো চুল উঠে গিয়েছে হিনার। ঘরের মেঝেতে অথবা বালিশে পড়ে রয়েছে চুলের গোছা। হিনা তাঁর ভিডিয়োয় বলেন, “আমি কাজ করতে চাই। খুশি থাকতে চাই। এমন ভাবে থাকতে চাই, যাতে এই কঠিন সফরে মানসিক যন্ত্রণা না হয়।” এই বিষয়ে অভিনেত্রী আরও জানান, “এই বিষয়টা সত্যিই খুব বেদনাদায়ক। আমি এই বিষণ্ণতার মধ্যে দিয়ে যেতে চাই না। তাই আমার আয়ত্তের মধ্যে যা আছে, সেটাই করতে হবে। আমি জানি, এই কাজ কতটা কঠিন। কিন্তু মানসিক যন্ত্রণার মধ্যে নিজেকে রাখবেন না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝑯𝒊𝒏𝒂 𝑲𝒉𝒂𝒏 (@realhinakhan)

তাই চুল সব ঝরে পড়ার আগে নিজেই কেটে ফেলুন। আমি সেটাই করতে চলেছি। মনে রাখবেন, আপনি সব সময় সুন্দর। সেটা কোনও ভাবেই বদলে যাবে না। বলা ভাল, আপনি আরও সুন্দর হয়ে উঠবেন। নিজের নতুন রূপকে ভালবাসুন।” এছাড়া, হিনা খান ভিডিয়ো পোস্ট করে জানান, ন্যাড়া মাথাতেও তিনি একই রকম আত্মবিশ্বাসী থাকবেন। একই ভাবে এই নতুন চেহারা তিনি বহন করবেন। হয়ত কাজের জন্য তাকে মাঝে মধ্যে পরচুলা পরতে পারেন। তবে বাকি সময় তিনি ন্যাড়া মাথাতেই প্রকাশ্যে আসবেন।