চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: শুটিং ফ্লোরে গুরুতর আহত বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলি। বর্তমানে সুরজ তার আপকামিং ছবি ‘কেশরী বীর: লেজেন্ড অফ সোমনাথ’ নিয়ে ব্যস্ত। সম্প্রতি সেই ছবির শুটিং করছিলেন অভিনেতা। আর সেই শুটিং ফ্লোরেই বিপদ। সূত্রের খবর, একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হঠাৎ করেই ঊরু আগুনে ঝলসে যায় সুরজের।
ছবির ইউনিট সূত্রের খবর, ছবির শুটিং চলছিল মুম্বইয়ের ফিল্ম সিটিতে। অ্যাকশন ডিরেক্টরের নির্দেশে একটি বিস্ফোরণের দৃশ্যের শুটিং চলছিল। তার মাঝে সুরজকে লাফ দিতে হতো। কিন্তু স্টান্ট করার আগেই ঘটে বিস্ফোরণ। ওই বিস্ফোরণের জন্য প্রচুর বারুদ ব্যবহার করা হয়েছিল। আগুনে ঊরু এবং পায়ের ভিতরের অংশ আগুনে ঝলসে যায় অভিনেতার। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে।
এই দুর্ঘটনার পর চিকিৎসা করা হয় সুরজের। এমনকি শুটিং বন্ধ রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। পাশাপাশি নির্মাতারাও শুটিং বন্ধ রাখার কথা বলেন। কিন্তু না সুরজ তাই করেননি বরং ব্যথা সহ্য করে সম্পূর্ণ শিডিউলের শুটিং শেষ করেন। উল্লেখ্য, বহুদিন পর ‘কেশরী বীর: লেজেন্ড অফ সোমনাথ’ দিয়ে বলিউডে কামব্যাক করতে চলেছেন সুরজ। ছবির পরিচালনায় প্রিন্স ধীমান।
এই ছবিই হতে চলেছে তাঁর প্রথম বায়োপিক। স্বাভাবিকভাবেই এই পিরিয়ড ছবিতে সুরজকে দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। প্রসঙ্গত, ২০১৫ সালে ‘হিরো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি। তারপর থেকে বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা গেলেও বলিউডে জায়গা পাকা করতে পারেননি সুরজ। এখন দেখার এই পিরিয়ড ছবি দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করতে পারেন কিনা অভিনেতা।