ad
ad

Breaking News

Rajnikanth

Rajnikanth: অসুস্থ রজনীকান্ত! হঠাৎ কী হল দক্ষিণী অভিনেতার?

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Actor Rajinikanth is admited hospital due to heavy stomach pain

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk, Barsa Sahoo : অসুস্থ দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। সোমবার রাতে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিক ভাবে অনুমান, হয়ত হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বিশিষ্ট অভিনেতা। সোমবার রাতে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই করানো হচ্ছে নানান পরীক্ষা। তবে এখনও অভিনেতার পরিবার বা হাসপাতালের তরফ থেকে সরকারিভাবে কিছু জানা যায়নি৷

[ আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে শুরু তৃতীয় দফার বিধানসভা ভোট, চলছে পুলিশি টহলদারি ]

জানা গিয়েছে, সোমবার পেটের যন্ত্রণায় একপ্রকার ছটফট করছিলেন অভিনেতা। এমতাবস্থায় অসুস্থ হয়ে পড়েন ৭৩ বছরের অভিনেতা। সেই সময় পরিচালক লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিং করছিলেন রজনীকান্ত। এরপর সময় যত এগোতে থাকে ততই বাড়তে থাকে অভিনেতার পেটের যন্ত্রণা। অবশেষে, কোন পথ না পেয়ে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মঙ্গলবার সকালে তাঁর হৃদ্‌রোগ সংক্রান্ত চিকিৎসা শুরু হবে বলেই সূত্রের খবর। হৃদরোগ সংক্রান্ত সমস্যার কারণে একজন কার্ডিওলজিস্টের (হৃদরোগ বিশেষজ্ঞ) নেতৃত্বে আজ সকালে তাঁর বিভিন্ন ডাক্তারি পরীক্ষা করানো হবে। হাসপাতাল সূত্র খবর, সুপারস্টারের অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ সবকিছু ঠিকঠাক থাকলে চিকিৎসা শেষে দ্রুতই ঘরে ফিরবেন তিনি।

[ আরও পড়ুন : অসুস্থ রজনীকান্ত! হঠাৎ কী হল দক্ষিণী অভিনেতার? ]

প্রসঙ্গত, এর আগেও ২০২০ সালের ডিসেম্বরেও অসুস্থ হয়ে পড়েছিলেন রজনীকান্ত৷ সেসময় তাঁকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ২০২১ সালেও নানান শারীরিক অসুস্থতার কারনে চিকিৎসাধীন ছিলেন তিনি।