ad
ad

Breaking News

Govinda

Govinda: গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, স্থিতিশীল হলেও হাসপাতালেই চিকিৎসাধীন অভিনেতা

গোবিন্দার ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গোবিন্দা কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রাখছিলেন এমন সময় এটি তার হাত থেকে পড়ে যায় এবং একটি গুলি তার পায়ে লাগে।

Actor Govinda was shot

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk, Barsa Sahoo : মঙ্গলবার সাতসকালেই ঘটল বিপত্তি। গুলিবিদ্ধ হলেন বলিউড অভিনেতা গোবিন্দা। ভোরবেলা শুটিংয়ে বেরোচ্ছিলেন সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে অভিনেতার পায়ে গুলি লেগেছে। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর পা থেকে গুলিটিও বের করা হয়েছে বলে জানা গিয়েছে।

[ আরও পড়ুন : Rajnikanth: অসুস্থ রজনীকান্ত! হঠাৎ কী হল দক্ষিণী অভিনেতার? ]

সংবাদ সংস্থা সূত্রের খবর আজই কলকাতায় আসার কথা ছিল গোবিন্দার। তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা। জানা যাচ্ছে, ভোর ৫ টায় এই ঘটনা ঘটে। তাঁর নিজের রিভলভার থেকেই নাকি এই বিপত্তি ঘটে। রিভলভারটি পরিষ্কার করার সময় ভুলবশত গুলি চলে যায়। আর গুলি গিয়ে লাগে তাঁর পায়ে। গলগল করে তাঁর পা থেকে রক্ত বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  তড়িঘড়ি সেখান থেকে তাঁকে উদ্ধার করে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করে তাঁর পা থেকে গুলিটি বের করা হয়। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও হাসপাতালেই তিনি চিকিত্সাধীন রয়েছেন।

[ আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে শুরু তৃতীয় দফার বিধানসভা ভোট, চলছে পুলিশি টহলদারি ]

এই নিয়ে গোবিন্দার ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গোবিন্দা কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রাখছিলেন এমন সময় এটি তার হাত থেকে পড়ে যায় এবং একটি গুলি তার পায়ে লাগে। ডাক্তার গুলি বের করে দিয়েছেন এবং এখন ভালো আছেন। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন’। জুহু পুলিশ এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করেছে এবং এই নিয়ে তদন্তও শুরু। পুলিশের ডেপুটি কমিশনার (জোন ৯) দীক্ষিত গেদাম জানান, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি দুর্ঘটনাবশত’। প্রাথমিকভাবে দুর্ঘটনার অনুমান করলেও পুলিশ এই ঘটনার সব দিকই খতিয়ে দেখছে।