ad
ad

Breaking News

'Bhog' series

পরিচালক পরমব্রতর ‘ভোগ’ সিরিজে অভিনেতা অনির্বাণ

একাধারে তারা অভিনেতা। আবার সেই সঙ্গে দুজনেই পরিচালক। পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। দ্বিতীয় পুরুষ ছবিতে এক ফ্রেমে দুজনের অভিনয়ই নজর কেড়েছিল দর্শকদের।

Actor Anirban in director Parambrata's 'Bhog' series

Bangla Jago Desk: একাধারে তারা অভিনেতা। আবার সেই সঙ্গে দুজনেই পরিচালক। পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। দ্বিতীয় পুরুষ ছবিতে এক ফ্রেমে দুজনের অভিনয়ই নজর কেড়েছিল দর্শকদের। তবে এবার তাদের নতুন চমক। প্রথমবারের জন্য একে অপরকে পরিচালনা করতে চলেছেন তারা। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত পরবর্তী ওয়েব সিরিজ ‘ভোগ’। যেখানে একেবারে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য।

[আরও পড়ুনঃ পুলিশের উর্দি ও অশোক স্তম্ভ সম্পর্কে অবমাননাকর মন্তব্য, শো-কজ সুকান্তকে

অভীক সরকারের লেখা এই গল্পই সিরিজ আকারে হইচইত মুক্তি পেতে চলেছে পরমব্রতর হাত ধরে। সম্প্রতি মুক্তি পেয়েছ পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ নিকষ ছায়া। হইচই-এর এই সিরিজ মন কেড়েছে দর্শকদের। আর এবার পরমব্রত পরিচালিত ভোগ-এর অপেক্ষায় রয়েছে মানুষ। এক ব্যাচেলর মনুষকে নিয়েই ভোগ-এর গল্প এগোবে বলে জানা যাচ্ছে। এক রহস্যময় মূর্তির অশুভ শক্তির উপর ভর করেই এগিয়ে চলবে গল্প। তবে এই ওয়েব সিরিজে অনির্বাণ ছাড়াও অভিনেতাদের মধ্যে রজতাভ দত্তের নাম উঠে আসছে।

পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার অভিনয়ে করতে দেখা যেতে চলেছে অনির্বাণ ভট্টাচার্যকে। এই দুই অভিনেতার জুটি যে নয়া চমক আনতে চলেছে সকলের সামনে, তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবারই হইচইয়ের তরফ থেকে পরিচালক ও অভিনেতার জুটির ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দুজনের পরনেই রয়েছে কালো স্যুট। অনির্বাণের মাথায় কালো টুপি ও পরমব্রতর হাতে থাকা বইয়ে ‘ভোগ’ লেখা, দর্শকমহলে কৌতুহল বাড়াচ্ছে।

[আরও পড়ুনঃ বাংলায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রচারে সাম্প্রদায়িকতা উসকানি বিজেপির