চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: আসন্ন রেসিং চ্যাম্পিয়নশিপের আগে প্র্যাকটিস করছিলেন। তখনই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। হাড়হিম করা সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Porsche 992 class চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্তরণ হারিয়ে ফেলেন অজিত। এরপরেই উল্টে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মিচেলিন ২৪ এইচ দুবাই-এর ২০ তম এডিশনে অংশগ্রহণ করেছেন অজিত। তারই প্র্যাকটিস করছিলেন তিনি। বরাবারই রেসিং-এ আগ্রহ তাঁর। আন্তর্জাতিক রেসিং স্টেজে নিজের ছাপ রাখতে চান অভিনেতা।
Hero Ajith Kumar met with an accident 🤯 pic.twitter.com/DMN25IcFSF
— T H O T A 🥕 (@thota_J) January 7, 2025
প্রসঙ্গত, ২০২৩-এর এপ্রিল মাসেই শ্যুটিংয়ের মাঝে মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা। বিদা ময়ূর্চি ছবির শ্যুটিংয়ের সময়েই দুর্ঘটনায় পড়েন অজিত। গাড়ি উলটে গিয়ে রাস্তা থেকে সোজা পালটি খায় মরুভূমিতে। সেই সময় স্টিয়ারিং ছিল অজিতের হাতেই। পাশে ছিলেন সহ অভিনেতা আরব কিজার। সেবার বরাতজোরে বেঁচে গিয়েছিলেন অজিত। তবে, আবারও দুর্ঘটনায় পড়ায় তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অনুগামীরা। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন।